শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৩:৩৭

যৌ'ন পেশা অ'পরা'ধ নয়: মুম্বাই হাইকোর্ট

যৌ'ন পেশা অ'পরা'ধ নয়: মুম্বাই হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : যৌ'ন পেশা অ'পরা'ধ নয় বলে মন্তব্য করেছে ভারতের মুম্বাই হাইকোর্ট। বিচারপতি পৃথ্বীরাজ কে চহ্বাণ এ মন্তব্য করেন। মুম্বাই হাইকোর্টের এ বিচারপতি বলেন, প্রাপ্তবয়স্ক নারীর নিজের পেশা বেছে নেয়ার অধি'কার আছে। একটি বাসায় ব'ন্দি ৩ যৌ'নকর্মীকে মু'ক্তিও দিয়ে ওই মন্তব্য করেছে হাইকোর্ট। 

বিচারপতি জানান, কোনো প্রাপ্তবয়স্ক নারীকে তার সম্মতি ছাড়া আ'টকে রাখা যায় না। হাইকোর্ট আরও বলেছে, যৌ'ন ব্যবসার জন্য কাউকে নি'র্যা'তন করা হলে বা প্রকা'শ্য স্থানে যৌ'ন ব্যবসা সং'ক্রা'ন্ত প্রলো'ভন দেখানো হলে তা শা'স্তিযো'গ্য অ'পরা'ধ।

মহারাষ্ট্রের মালাড এলাকায় একটি গেস্ট হাউসে অসামাজিক ক'র্মকা'ণ্ডের খবর পেয়ে অ'ভিযা'ন চালিয়ে তিন নারী ও নিজ়ামুদ্দিন খান নামে এক ব্যক্তিকে গ্রে'ফতার করে পুলিশ। আদালতে শুনানির সময় প্রকা'শ পায়, ইটক ওই তিন নারী 'বেদে' সম্প্রদায়ের। ওই সম্প্রদায়ে নারীদের নি'র্দি'ষ্ট বয়সের পরে যৌ'ন পেশায় যোগ দিতে পাঠানোর রেওয়াজ আছে।

এ ক্ষেত্রে বাবা-মাকেই মেয়েকে যৌ'ন পেশায় যোগ দেয়ার অনুমতি দিচ্ছেন। তাই এ ক্ষেত্রে মায়ের হাতে মেয়ের দায়িত্ব দেয়া নিরা'পদ নয়। ওই তিন নারীকে এক বছর মহারাষ্ট্রের একটি হোমে আ'টক রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে