রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০০:৩০

আর্মেনিয়ার সাথে ভ'য়াব'হ যু'দ্ধ, আজারবাইজানের পাশে তুরস্ক

আর্মেনিয়ার সাথে ভ'য়াব'হ যু'দ্ধ, আজারবাইজানের পাশে তুরস্ক

নিউজ ডেস্ক : বি'ত'র্কি'ত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ব্যা'পক যু'দ্ধ ছড়িয়ে পড়েছে। ভ'য়াব'হ এ সং'ঘা'তের জন্য একে অপরকে দা'য়ী করছে দু'পক্ষে। সং'ঘা'তের কারণে হ'তাহ'তের ঘ'টনা ঘ'টেছে বলেও খবর প্র'কা'শ করেছে স্থানীয় গণমাধ্যম।

আর্মেনিয়ার আ'গ্রা'সনের নি'ন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আবারো নিজেদের দ্বৈ'তচ'রিত্র দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর্মেনিয়াকে স'ন্ত্রা'সী রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিকে আঞ্চলিক স্থি'তিশী'লতার জন্য হু'মকি বলে অভি'হিত করেন তিনি। পাশাপাশি আজারবাইজানকে সবধরনের সহায়তা অ'ব্যাহ'ত রাখার প্র'তিশ্রু'তি পু'নর্ব্য'ক্ত করেন এরদোয়ান।

একই অবস্থান ব্যাখ্যা করেছেন তুর্কি পার্লমেন্টের স্পিকার মুস্তফা সেনটেপ। হা'মলার ভ'য়াব'হতার জন্য আর্মেনিয়াকে একা সব দা'য়ভা'র নিতে হবে বলেও স'ত'র্ক করেন তিনি। এর আগে এক বিবৃতিকে আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে জনবসতিপূর্ণ এলাকায় আর্মেনিয়ার হা'ম'লার নি'ন্দা জানায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ''আমরা আর্মেনিয়ার হা'ম'লার তী'ব্র নি'ন্দা জানাচ্ছি। এ ধ'রনের হা'ম'লা আন্তর্জাতিক আইনের ল'ঙ্ঘ'ন। আর্মেনিয়া হা'ম'লা চালিয়ে আজারবাইজানের সাধারণ মানুষকে হ'তাহ'ত করেছে। এর তী'ব্র নি'ন্দা জানাই আমরা। আবারো প্রমাণ হয়েছে আঞ্চলিক শান্তি ও স্থি'তিশীলতা প্রতিষ্ঠায় আর্মেনিয়া সবচেয়ে বড় বা'ধা। আমরা সবপর্যায়ে আজারবাইজানের সঙ্গে আছি।'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে