সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৮:৩৪

লন্ডনে নওয়াজ শরিফের বাড়ির সামনে একদল তরুণের 'দূর হও' স্লোগান

লন্ডনে নওয়াজ শরিফের বাড়ির সামনে একদল তরুণের 'দূর হও' স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের সামনে রোববার সন্ধ্যায় বিক্ষোভ করেছেন একদল তরুণ। পাকিস্তানের রাজনীতিতে দেশটির সামরিক বা'হি'নীর হ'স্তক্ষে'প নিয়ে তার অ'গ্নিঝ'রা বক্তব্য দেওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় এ ঘ'টনা ঘ'টল। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন সোমবার এ খবর দিয়েছে।

ঘ'টনার ভিডিও ফু'টেজ হাতে পেয়েছে ডন। তাতে মাথায় হুডি ও মুখে মাস্ক পরা ২০ জনের বেশি তরুণকে দেখা গেছে। ওই তরুণেরা লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের সামনে দিয়ে যাওয়া ডুনরাভেন স্ট্রিটে চ'ক্ক'র দিতে থাকেন। সবার মুখে একই স্লোগান, 'নওয়াজ, দূর হও'। বেশ কয়েকজনের হাতে ছিল পোস্টার। তাতে লেখা, ''আমরা পাকিস্তানি সেনাবা'হি'নীর পাশে আছি''। একটি পোস্টারে লেখা ছিল, ''নওয়াজ শরিফ চো'র''।

শরিফ পরিবারের সূত্রগুলো জানিয়েছে, বি'ক্ষো'ভকারী তরুণেরা পাঞ্জাবি ভাষায় কথা বলছিলেন। তারা নানাভাবে গা'লাগা'ল করতে থাকেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশের গাড়ি পৌঁছানোর আগেই ওই তরুণেরা চলে যান। তবে পোস্টারগুলো ফেলে রেখে যান। এ বিষয়ে পুলিশের কাছে অ'ভিযো'গ দায়ের করা হয়েছে।

তিন মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসা নওয়াজ শরিফ কোনোবারই মেয়াদ শেষ করতে পারেননি। শেষ মেয়াদে সুপ্রিম কোর্টের এক আদেশে ২০১৭ সালে তিনি ক্ষ'মতা ছাড়তে বা'ধ্য হন। ২০১৯ সালের নভেম্বর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে তার বি'রু'দ্ধে গ্রে'প্তা'রি পরো'য়ানা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে