বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১:১৩

ইসলামিক রাষ্ট্র আজারবাইজানের হাতে আর্মেনিয়ার ২৩০০ সেনা হ'তাহ'ত!

ইসলামিক রাষ্ট্র আজারবাইজানের হাতে আর্মেনিয়ার ২৩০০ সেনা হ'তাহ'ত!

আন্তর্জাতিক ডেস্ক : বি'তর্কি'ত অঞ্চল নাগোরনো ও কারাবাখ নিয়ে রোববার থেকে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে র'ক্তক্ষ'য়ী সং'ঘা'ত চলছে। চানা চার দিনের সং'ঘা'তে আর্মেনিয়ার ২৩০০ সেনা হ'তাহ'ত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।

দেশটির বেসা'মরিক এলাকা ও সাম'রিক স্থাপনায় হা'মলার পরই সং'ঘা'তের সূ'ত্রপা'ত্র বলে বাকু দাবি করছে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু। এক বিবৃতিতে আজারবাইজানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানায়, দ'খ'লকৃত অঞ্চলে পা'ল্টা হা'মলায় এসব সেনারা নিহ'ত বা আহ'ত হয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ২৭-৩০ সেপ্টেম্বর পর্যন্ত যু'দ্ধে ১৩০ ট্যাংক ও সাঁজো'য়া যান, ২০০টির বেশি আর্টি'লারি ও মিসা'ইল সিস্টে'ম, প্রায় ২৫টি বিমান প্র'তির'ক্ষা ব্যবস্থা, ৬টি কমা'ন্ড ও প'র্যবে'ক্ষণ এলাকা, ৫টি গো'লাবা'রুদ ডিপো, প্রায় ৫০টি অ্যা'ন্টি ট্যাং'ক গা'ন ও ৫৫টি গা'ড়ি ধ্বং'স করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, টার্টার শহরের টোনশেন গ্রামে মোতায়েন করা ফাস্ট সেনা কমা'ন্ডের অধীনে কর্মরত একটি আর্মেনিয়ান ব্যা'টালিয়ন প্রচুর ক্ষ'য়ক্ষ'তির স'ম্মু'খীন হয়ে এলাকা ছেড়ে পা'লিয়েছে। রোববার থেকে শুরু হওয়া এ যু'দ্ধ আরও ভ'য়ং'কর আ'কার ধা'রণ করেছে। উ'দ্ভূ'ত পরি'স্থি'তিতে উভয়পক্ষের প্রতি যু'দ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

১৯৮০-এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যু'দ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের প'তনের মুহূর্তে সং'ঘ'র্ষ চূড়ান্ত আকার ধা'রণ করে। ১৯৯৪ সালে দুপক্ষের মধ্যে যু'দ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সং'ঘ'র্ষে ৩০ হাজার মানুষ নিহ'ত হন।

কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখ'ণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃ'ষ্ঠপো'ষকতা নিয়ে তা নিয়'ন্ত্রণ করছেন আর্মেনীয় বি'চ্ছি'ন্নতাবা'দীরা। মূলত এ নিয়েই নতুন করে সং'ঘা'তের সূ'ত্রপাত। দী'র্ঘ বিবা'দের জে'রে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর যু'দ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধ'রনের সং'ঘা'তে জ'ড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে