বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৯:০৮:৫৯

স্কুল-কলেজ, সিনেমা হল ও প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিল ভারত সরকার

স্কুল-কলেজ, সিনেমা হল ও প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: শর্ত মেনে আগামী ১৫ অক্টোবরের পর স্কুল-কলেজ, সিনেমা হল ও প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। তবে এ বিষয়ে চূ'ড়ান্ত সি'দ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়াও আনলক পঞ্চম পর্বের জন্য জা'রি করা নির্দেশিকায় আরও কিছু ক্ষেত্রে ছাড়পত্র দেয়া হয়েছে।

ভারতে লকডাউনের সময় থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেক্ষাগৃহ, মাল্টিপ্লেক্সসহ একাধিক জায়গা। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে আনলক চতুর্থ পর্বের সময়সীমা। পঞ্চম ধাপে পা দেয়ার আগেই নতুন নি'র্দেশিকা জা'রি করল কেন্দ্র সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে