শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০, ১০:০৫:৫৪

ইসরাইলের অ'স্ত্র দিয়ে আর্মেনিয়াকে কুপো'কাত করে দিয়েছে আজারবাইজান!

ইসরাইলের অ'স্ত্র দিয়ে আর্মেনিয়াকে কুপো'কাত করে দিয়েছে আজারবাইজান!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল থেকে ক্রয় করা অ'স্ত্রে আর্মেনিয়াকে প'র্যুদ'স্ত করছে আজারবাইজান। বিষয়টি নিয়ে ব্যা'পক ক্ষু'দ্ধ প্রতি'ক্রি'য়া জানিয়ে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্র'ত্যা'হার করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্মেনিয়া।

সং'শ্লি'ষ্ট সূ'ত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, আজারবাইজানের অ'স্ত্র ভা'ণ্ডারে রয়েছে ইসরাইল থেকে কেনা ব্যা'পক অ'স্ত্র। এসব অ'স্ত্র আর্মেনিয়া ও আর্মেনীয় সংখ্যাগ'রি'ষ্ঠ নাগোর্নো-কারাবাখের বি'রু'দ্ধে হা'ম'লায় ব্যবহার করছে আজারবাইজান। এ নিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্কে টা'নাপ'ড়েন সৃষ্টি হয়েছে আর্মেনিয়ার।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া ত'থ্যমতে, আজারবাইজানকে গত এক যুগে ব্যা'পক অ'স্ত্র সরবরাহ করেছে ইসরাইল। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২৫ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে রয়েছে ড্রো'ন, ট্যাং'ক ধ্বং'সকারী মি'সা'ইল ও সার্ফে'স টু সার্ফে'স মিসা'ইল।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান বলেন, আজারবাইজানকে অ'স্ত্র দেয়ায় ইসরাইলের নি'ন্দা জানিয়েছে আমাদের দেশ। ইসরাইল যা করছে তা অগ্র'হণযোগ্য। আমরা আমাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফেরত নিয়ে এসেছি।

ইসরাইলের অ'স্ত্র রফতানির বিষয়ে আননা নাঘদালেয়ান বলেন, ইসরাইলের কার্য পদ্ধতি অগ্র'হণযোগ্য। তাই মন্ত্রণালয় ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে আনা হয়েছে। এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণায়ের পক্ষ থেকে জানানো হয়, আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্র'ত্যা'হারের সিদ্ধান্ত দুঃ'খজনক। 

পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়, আর্মেনিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আর্মেনিয়ার দূতাবাস আমাদের দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধির জন্য সহায়ক। তবে আজারবাইজানকে সরবরাহ করা অ'স্ত্রের বিষয়ে বিস্তা'রিত জানতে চাওয়া হলে ইসরাইলের প্রতির'ক্ষা মন্ত্রণালয় কোনো তথ্য দিতে অ'স্বী'কৃতি জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে