শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ১২:০২:৪২

আর্মেনিয়ার হাত থেকে কারাবাখ দ'খ'লমুক্ত না হওয়া পর্যন্ত সং'গ্রাম চলবে: এরদোয়ান

আর্মেনিয়ার হাত থেকে কারাবাখ দ'খ'লমুক্ত না হওয়া পর্যন্ত সং'গ্রাম চলবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দ'খ'ল থেকে আজারবাইজানের ভূ'খ'ণ্ড আপার কারাবাখ দলমুক্ত না হওয়া পর্যন্ত সং'গ্রা'ম চালিয়ে যাওয়ার প্রতি'শ্রু'তি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাকু এবং ইয়েরভানের মধ্যে চলমান সং'ঘা'তের মধ্যেই শুক্রবার (০২ অক্টোবর) পুনরায় তিনি আজারবাইজানকে সবধ'রনের সহায়তা অ'ব্যাহ'ত রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, ''সিরিয়া থেকে ভূমধ্যসাগর এবং ককেশাস অঞ্চলের সং'ক'ট সবগুলোই তুরস্ককে অব'রু'দ্ধ করে রাখার চ'ক্রা'ন্ত।'' রোববার আর্মেনিয়ার বা'হি'নী আজারবাইজানের সাম'রিক অবস্থান ল'ক্ষ্য করে হা'ম'লা চালায়। এতে বেশ হ'তাহ'ত ও ক্ষ'য়ক্ষ'তি হয়। এরপরই দু'পক্ষর মধ্যে সীমান্ত সং'ঘা'ত বা'ধে। যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করে আর্মেনিয়ার চালানো হা'মলার অভিযোগে আজারবাইজানের পার্লামেন্ট তাদের কয়েক এলাকাকে যু'দ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে