শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ১২:০৬:১৯

ইরানের আকাশে ঢু'কে বি'পদে এমিরেটসের বিমান!

ইরানের আকাশে ঢু'কে বি'পদে এমিরেটসের বিমান!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমা ব্যবহার করায় এমিরেটস এয়ারলাইনকে ৪ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) জরি'মা'না করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। তবে এই জরি'মা'নার অর্ধেক মও'কু'ফ করা হবে যদি পরবর্তী এক বছরের মধ্যে এই ধরনের কাজ তারা আর না করে। খবর আলজাজিরা, রয়টার্স ও জেরুজালেম পোস্টের।
 
অবশ্য জরি'মা'নার বিষয়টি মে'নে নিয়েছে এমিরেটস। তবে তারা দা'বি করেছে- নিষে'ধা'জ্ঞা ল'ঙ্ঘ'নের জন্য জো'রপূ'র্বক এমন জরি'মা'না অসা'মঞ্জ'স্যপূর্ণ। তবে ভবিষ্যতে তারা এই ধরনের ভুল আর করবে না বলেও জানিয়েছে। মূ'লত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক যে উ'ত্তে'জনা বি'রাজ করছে এমন সময়ে সে দেশের ওপর দিয়ে উড়ে যাওয়াটা ঝুঁ'কিপূর্ণ ছিল।

ভবিষ্যতে যাতে এই ধরনের ঝুঁ'কি এমিরেটস এয়ারলাইন না নেয় সে কারণেই জরি'মা'না করা হয়েছে। শুধু তাই নয়, উপসাগর কিংবা ওমান উপসাগরের ওপর দিয়েও যেতে নিষে'ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমি'নিস্ট্রে'শন জানিয়েছে, ইরানের সঙ্গে চল'মান উ'ত্তেজ'নার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহনকারী কোনও বিমান ইরানের ওপর দিয়ে, কিংবা উপসাগর ও ওমান উপসাগরের ওপর দিয়ে যেতে পারবে না। কারণ, ইরান ভু'লক্র'মে যাত্রীবাহী বিমানকে সামরিক বিমান মনে করে ভূ'পা'তিত করলে অনেক প্রা'ণহা'নি ঘ'টতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে