শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৯:৩২

ইসলাম ধর্মের কারণে গোটা বিশ্ব আজ স'ঙ্ক'টে : এমানুয়েল মাক্রোঁ

ইসলাম ধর্মের কারণে গোটা বিশ্ব আজ স'ঙ্ক'টে : এমানুয়েল মাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ শনিবার ইসলাম ধর্ম নিয়ে নিজের প্রতি'ক্রিয়া দেন। সংবাদসংস্থা এএফপি অনুযায়ী, মাক্রোঁ ইসলামকে এমন এক ধর্ম বলেছেন, যার ফলে গোটা বিশ্ব আজ স'ঙ্ক'টে। উনি ফ্রান্সে একটি ভাষণে ইসলামিক ক'ট্ট'রপ'ন্থীদের বি'রু'দ্ধে ল'ড়া'ই করার কথা বলেছেন। 

এটাই প্রথমবার না যে এমানুয়েল মাক্রোঁ ইসলাম ধর্ম নিয়ে এরকম মন্তব্য করলেন। এর আগেও তিনি ইসলাম ধর্ম দ্বারা ক'ট্ট'রতা আর হিং'সা ছড়ানো হয় বলেছিলেন। ফ্রান্সের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এই বছর প্রায় আট মাস আগে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ দেশে বিদেশী ইমামদের প্রবেশ নিয়ে নিষে'ধা'জ্ঞা জা'রি করেছিলেন। 

সেই সময় এমানুয়েল মাক্রোঁ বলেছিলেন, সরকারের এই সিদ্ধান্ত ক'ট্ট'রপ'ন্থী আর আলগাওবাদকে দেশে প্রভাব ফেলার থেকে রোখার জন্য নেওয়া হয়েছে। মাক্রোঁ জানিয়েছিলেন যে, ফ্রান্সে যেই ইমামরা রয়েছেন, তাদের স্থানীয় ভাষা ফ্রেঞ্চ শেখা অনিবার্য। ফ্রান্সে থাকা ইমামদের ক'ড়া নি'য়'ম পালন করতে হবে। ইমামদের কারণে দেশে ক'ট্ট'রপ'ন্থী আর আলগাওবাদ বেড়ে যাওয়ার আ'শ'ঙ্কা আছে। আমরা ইসলামিক কট্টরপ'ন্থীদের বি'রু'দ্ধে। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে