রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ০৬:০৭:০৯

মার্কিন দূতাবাসে বিক'ট শব্দ; বাগদাদ শহরজুড়ে আত'ঙ্ক

মার্কিন দূতাবাসে বিক'ট শব্দ; বাগদাদ শহরজুড়ে আত'ঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ বিক'ট শব্দে আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদে। অনেকেই ভেবেছিল ক্ষে'পণা'স্ত্র হা'মলা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘ'টেনি। ঘ'টনার পরে খোঁ'জ নিয়ে জানা গেছে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষা ব্যবস্থার কার্যকারিতা প'র'খ করে দেখেছে।

কার্যকারিতা পরখ করতে গিয়ে ব্যবহার করেছে যু'দ্ধ সরঞ্জাম। কিন্তু তারা একবারের জন্যও শহরবাসীকে বিষয়টি অ'ব'হিত করার প্রয়োজন মনে করেনি। এ কারণে শহরবাসীর মধ্যে ক্ষো'ভ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ইরাকি বার্তা সংস্থা 'সাবেরিন নিউজ' জানিয়েছে, মার্কিন বা'হি'নী দূতাবাসে ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষা ব্যবস্থা 'সিআরএএম' এর পরীক্ষা চালিয়েছে।

গত সপ্তাহেও একই ধ'রণের পরীক্ষা চালিয়েছে। তারা ইরাক সরকারের অনুমতি নিয়ে এ ধ'রণের তৎ'প'রতা চালাচ্ছে নাকি অবৈ'ধভাবে এ কাজ করছে, তা স্পষ্ট নয়। তবে ইরাকের কয়েক জন রাজনীতিবিদ এ বিষয়ে উ'দ্বে'গ প্রকা'শ করে বলেছেন, দূতাবাস হচ্ছে কূ'টনৈ'তিক স্থাপনা। কিন্তু বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক স্থাপনায় পরিণত হয়েছে যা ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই বি'প'জ্জ'নক। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে