সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ০৬:০২:০২

ইসরাইলি যে ভয়ঙ্কর অস্ত্রে আর্মেনিয়াকে পর্যু'দস্ত করছে আজারবাইজান

ইসরাইলি যে ভয়ঙ্কর অস্ত্রে আর্মেনিয়াকে পর্যু'দস্ত করছে আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : বি'ত'র্কি'ত নাগোরনো ও কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে গত রোববার সকাল থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবা'হি'নীর মধ্যে সং'ঘ'র্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত দুপক্ষের বেসামরিক নাগরিকসহ দুই শতা'ধিক ব্যক্তি নিহ'ত ও কয়েকশ মানুষ আহ'ত হয়েছেন। খবর জেরুজালেম পোস্ট ও আনাদোলুর।

যু'দ্ধে আর্মেনিয়া রাশিয়ার তৈরি দূরপাল্লার ক্ষে'পণা'স্ত্র ইসকান্দার ব্যবহার করার পর থেকে আজারবাইজান ইসরাইলের তৈরি গাইডেড মিজাইল লোরা দিয়ে হা'মলা শুরু করেছে। ইসরাইল থেকে ক্রয় করা এ অ'স্ত্রে আর্মেনিয়াকে প'র্যু'দ'স্ত করছে আজারবাইজান। লোরার আ'ঘা'তে আর্মেনিয়ার প্রতির'ক্ষাব্যবস্থা ভে'ঙে চু'রমার হয়ে গেছে বলে দাবি আজারবাইজানের।

বিষয়টি নিয়ে ব্যা'পক ক্ষু'ব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্র'ত্যা'হার করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্মেনিয়া। আজারবাইজানের অ'স্ত্র ভা'ণ্ডারে রয়েছে ইসরাইল থেকে কেনা ব্যা'পক অ'স্ত্র। এসব অ'স্ত্র আর্মেনিয়া ও আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ নাগোরনো-কারাবাখের বি'রু'দ্ধে হা'মলায় ব্যবহার করছে আজারবাইজান।

এ নিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্কে টা'নাপো'ড়েন সৃষ্টি হয়েছে আর্মেনিয়ার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া ত'থ্যমতে, আজারবাইজানকে গত এক যুগে ব্যা'পক অ'স্ত্র সরবরাহ করেছে ইসরাইল। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে ড্রো'ন, ট্যাংক ধ্বং'সকারী মি'সা'ইল ও সারফেস টু সারফেস মিসাইল।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান বলেন, আজারবাইজানকে অ'স্ত্র দেয়ায় ইসরাইলের নি'ন্দা জানিয়েছে আমাদের দেশ। ইসরাইল যা করছে তা অগ্রহণযোগ্য। আমরা আমাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফেরত নিয়ে এসেছি। ইসরাইলের কা'র্যপ'দ্ধতি অগ্রহণযোগ্য। তাই মন্ত্রণালয় ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে আনা হয়েছে।

এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণায়ের পক্ষ থেকে জানানো হয়, আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্র'ত্যাহা'রের সিদ্ধান্ত দুঃ'খজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আর্মেনিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আর্মেনিয়ার দূতাবাস আমাদের দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধির জন্য সহায়ক।

তবে আজারবাইজানকে সরবরাহ করা অ'স্ত্রের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে ইসরাইলের প্রতির'ক্ষা মন্ত্রণালয় কোনো ত'থ্য দিতে অস্বী'কৃতি জানিয়েছে। কারাবাখ অঞ্চলের নিয়'ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে উত্তে'জনা শুরু হয়, যা ১৯৯১ সালে স'শ'স্ত্র সং'ঘা'তে রূপ নেয়। বিদেশি হস্তক্ষেপের কারণে বর্তমানে আবার সে সং'ঘা'ত মা'থাচা'ড়া দিয়ে উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে