সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ০৯:৫৬:২৪

চীন-পাকিস্তানের বিরু'দ্ধে একসঙ্গে ল'ড়তে প্রস্তুত ভারতীয় বিমানসেনা

চীন-পাকিস্তানের বিরু'দ্ধে একসঙ্গে ল'ড়তে প্রস্তুত ভারতীয় বিমানসেনা

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও পাকিস্তানের বিরু'দ্ধে একসঙ্গে ল'ড়াইয়ের জন্য প্রস্তত বলে জানিয়েছেন ভারতের বিমানবা'হি'নী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনি হু'ঙ্কার দিলেন ভারতের বিমানবা'হি'নী প্রধান। ভাদুরিয়ার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল চীন ও পাকিস্তানের বি'রু'দ্ধে একসঙ্গে যু'দ্ধ হলে ভারত কতটা প্রস্তুত? 

জবাবে এয়ার চিফ মার্শাল বলেন, 'আমাদের প্রতিবেশীদের কেউ কেউ যে পরি'স্থি'তি তৈরি করেছে তার ফলে চারিদিকে উত্তে'জনাকর পরি'স্থি'তির সৃষ্টি হয়েছে। তবে আমরা একসঙ্গে দুদিকেই যে কোনো ল'ড়া'ইয়ের জন্য প্রস্তুত রয়েছি। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলতে চাই যে, দ'ক্ষ'তার দিক থেকে আমরা সেরাদের মধ্যে অন্যতম। আমরাদের যোগ্যতা আমাদের পরামর্শদাতাদেরও আশ্চর্য করেছে। আসলে খুব দ্রুত গতিতে নিজেকে বদলে ফেলেছে ভারতীয় বিমানবা'হি'নী।''

লাদাখে চীনের মোকাবেলা করার জন্য কি ভারতের বিমানবা'হি'নী যথেষ্ট তৈরি রয়েছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, 'ভারতীয় বিমানবা'হি'নী খুব ভাল অবস্থায় রয়েছে। আপনারা নি'শ্চি'ন্ত থাকতে পারেন, যে কোনো সং'ক'টের মো'কাবেলার জন্য আমরা তৈরি রয়েছি। ভবিষ্যতে যে কোনো ধ'রনের যু'দ্ধজ'য়ের ক্ষেত্রে ভারতীয় বিমানবা'হি'নীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে