মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০১:০৮:১৯

আরো ৩ এলাকা উ'দ্ধার করলো আজারবাইজান

আরো ৩ এলাকা উ'দ্ধার করলো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের সামরিক বাহিনী নাগানো-কারাবাখের গুরুত্বপূর্ণ জাব্রাইল জেলা মুক্ত করার পর সোমবার একই জেলার শিখালী আগালি, সারিজালি এবং মেজ্রে নামক তিনটি গ্রাম আর্মেনিয়ান বাহিনীর কাছ থেকে মুক্ত করেছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। এর আগে আরো ২২ এলাকা আর্মেনিয় দ'খলদারিত্ব থেকে মুক্ত করে বলে জানায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যু'দ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ল'ড়াই চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। বাড়ছে হ'তাহ'তের সংখ্যা। হা'মলা নিয়ে দুই পক্ষের পা'ল্টা দা'বিতে স'ঙ্কট আরো বাড়ছে। যু'দ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ালেও বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ল'ড়াই থামার কোন লক্ষণ নেই। এরই মধ্যে ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই এই অঞ্চলে দুই দেশের বি'রোধ চলছে। ১৯৯০ এর দশকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দ'খল করে। এ নিয়ে সঙ্ঘা'ত ছড়িয়ে পড়ে সে সময়ই। শুরু হয় যু'দ্ধ, যাতে প্রাণ হারিয়েছেন ৩০ হাজার মানুষ। ১৯৯৪ সালে দুই প'ক্ষের মধ্য যু'দ্ধবিরতি চুক্তিতে সরাসরি সঙ্ঘা'তের ইতি ঘট'লেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দ'খলে বেশ কয়েকবারই হু'মকি দিয়েছে আজারবাইজান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে