মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৪:৫৫:১৮

চীন বিরো'ধী জোট গড়তে জাপানে ভারত-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীন বিরো'ধী জোট গড়তে জাপানে ভারত-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : টার্গে'ট চীন। তাদেরকে আ'টকে দিতে একজোট হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। শুধু ভাবা নয়, একেবারে মন্ত্রীপর্যায়ে 'কোয়াড সংলাপের বৈঠক' শুরু হচ্ছে আজ থেকে। বৈঠক বসছে জাপানের রাজধানী টোকিওতে। সেখান থেকে চীনের ডানা বাঁধার চেষ্টা করা হবে। ওদিকে একটি নির্দিষ্ট দেশকে টা'র্গে'ট করে এমন জোট গঠনের বিষয়ে হুঁ'শি'য়ারি দিয়েছে চীন।

চীনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন পা'রস্প'রিক বো'ঝাপড়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। প্রধান বৈ'রী এই চারটি দেশের মধ্যে এই বৈঠক নিয়ে একইসাথে উ'দ্বি'গ্ন এবং ক্ষু'ব্ধ চীন তার ই'ঙ্গি'তও স্পষ্ট। মঙ্গল ও বুধবার টোকিওতে কোয়াডের এই বৈঠক চলার সময় একই সাথে তিন থেকে চারটি নৌ এবং বিমান মহ'ড়ার ঘোষণা দিয়েছে বেইজিং। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি বাংলা।

বিবিসিতে বলা হয়েছে, ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল 'অবাধ ও স্বাধীন' রাখার উপায় খোঁ'জার যু'ক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে 'কোয়াড' নামে যে সংলাপের সূচনা হয়েছিল, তারই আওতায় এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার থেকে টোকিওতে দু'দিনের বৈঠকে বসছেন। 

দশ বছর হিমঘরে থাকার পর 'কোয়াড সংলাপ' ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পেলেও টোকিওর এই বৈঠক নিয়ে এক বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের প্রধান কারণ, বৈঠকটি হচ্ছে সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রায় চার মাস ধ'রে চলা বি'প'জ্জ'নক উত্তে'জনার মধ্যে।

কোয়াডের চারটি সদস্য দেশের মধ্যে ২০১৭ সাল থেকে বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে- কিন্তু চীনকে আ'টকাতেই যে এই জোটব'দ্ধ উদ্যোগ, পরিষ্কার করে তা কখনই বলা হয়নি। এমনকি এসব বৈঠক নিয়ে এই চারটি দেশের সরকারগুলোর পক্ষ থেকে জনসমক্ষে যেসব ঘোষণা দেয়া হয়েছে বা যেসব নথিপত্র চালাচালি হয়েছে, তার কোথাও চীন শব্দটিই নেই। 

অনেক পর্যবেক্ষক মনে করছেন, টোকিও বৈঠকে তা ব'দলে যেতে পারে। কারণ যে দেশটি এই প্লা'টফ'র্মকে প্রকাশ্যে ''চীন-বিরো'ধী'' তক'মা দিতে সবচেয়ে বেশি কু'ণ্ঠিত ছিল, সেই ভারত তাদের অবস্থান অনেকটাই ব'দলে ফেলেছে। এই চারটি দেশের সবগুলোই এখন চীনের বি'রু'দ্ধে শ'ক্ত অবস্থানের প্রশ্নে একমত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে