মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৯:০১:৩৮

যেসব কারণে দেরিতে বিয়ে করছেন সিরিয়ার নারীরা

যেসব কারণে দেরিতে বিয়ে করছেন সিরিয়ার নারীরা

আন্তজাতিক ডেস্ক : যু'দ্ধবি'ধ্ব'স্ত সিরিয়ায় নারীরা ব্যা'প'ক সং'কটের মধ্য দিয়ে দিন পার করছেন। সে দেশের বহু পুরুষ পা'লিয়ে গেছেন, আবার অনেকে সেনাবা'হি'নীতে যোগ দিয়েছেন। পুরুষের অব'র্তমানে নারীদেরকেই ধ'রতে হচ্ছে সংসারের হাল। এমনকি সে দেশে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পরিবারের অর্থনৈতিক সং'ক'টের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারীই ৩০ বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না। সে ক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভা'র্চু'য়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেরই বিয়ে হচ্ছে। তবে বেশির ভাগের ক্ষেত্রে ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না সে দেশের বহু নারীর। 

সে ক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। আলজাজিরার প্রতিবেদক কাতিয়া রৌপেজ এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে এ ধ'রনের বিষয় উঠে আসে। ওই প্রতিবে'দনে দেখা যায়, তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষ কর্মীর সঙ্গে একই কাজ করছেন এক নারী। ৩০ পার হয়ে গেলেও বিয়ের ব্যাপারে ভাবতেই পারছেন না এই নারীরা। সূত্র : আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে