বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৪৬:৫৬

বিজেপি স'ন্ত্রা'সবা’দীদের দল, রাজনৈতিক দল নয় : ফিরহাদ হাকিম

বিজেপি স'ন্ত্রা'সবা’দীদের দল, রাজনৈতিক দল নয় : ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক : আ'শ'ঙ্কা ছিলই। বিজেপি যুব মোর্চার নবান্ন (মুখ্যমন্ত্রীর কার্যলয়) অ'ভিযা'ন ঘিরে অশান্তি চ'রমে উঠতে পারে। সেটাই বা'স্তবা'য়িত হল বৃহস্পতিবার দুপুরে। বেলা একটু গড়াতেই মিছিল আ'টকাতে শহরের সব প্রান্তে স'ক্রি'য় হয়ে ওঠে পুলিশ। এরই মাঝে হাওড়া ময়দান থেকে নবান্নমুখী বিজেপির মিছিল থেকে মিলল অ'স্ত্র। আর তারপরই আরও বাড়ল আ'শ'ঙ্কা। 

এই খবরে উ'দ্বি'গ্ন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ফিরে প্রথমে নবান্নে ঢোকেন। সেখানে মিনিট পাঁচেক থাকার পরই চলে যান ভবানীভবনে। এ নিয়ে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর সঙ্গে। এদিকে, বিজেপির অ'ভিযা'ন ঘিরে নজিরবি'হী'ন অশা'ন্তি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তাদের ''স'ন্ত্রা'সবাদী'' বলে চি'হ্নি'ত করেন।

বিজেপি যুব মোর্চার নবান্ন অ'ভিযা'নে পুলিশি বা'ধা পেলে যে ধু'ন্ধুমা'র পরি'স্থিতি তৈরি হবে, সেই হুঁ'শিয়ারি আগেই দিয়েছিলেন বিজেপির ছোট, বড় স্তরের নেতারা। বাস্তবে হলও তাই। রাজ্য প্রশাসনের সদর দপ্তর ঘিরে জা'রি থাকা ১৪৪ ধা'রা ভে'ঙে যেভাবে এগোতে চাইলেন বিজেপি কর্মীরা আর তাতে পুলিশের বা'ধা পেয়ে যে পা'লটা প্র'তিরো'ধে ঝাঁ'পিয়ে পড়লেন, তাতে অর্জুন সিংয়ের বলা 'গেরিলা কায়দা'র হুঁ'শিয়া'রিই যেন বাস্তবায়িত হয়ে উঠল। 

মিছিলে বলবিন্দর সিং নামে এক বিজেপি কর্মীর কাছ থেকে মিলল আ'গ্নে'য়া'স্ত্র, পুলিশকে ল'ক্ষ্য করে ইটবৃষ্টি, জ'খ'ম পুলিশ কর্তা – দী'র্ঘদি'ন পর এমন এক অশা'ন্ত পরি'স্থিতির সা'ক্ষী রইল মহানগর। এ নিয়ে পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ''বিজেপি রাজনৈতিক দল নয়, স'ন্ত্রা'সবা'দীদের দল। বাংলার শান্তি বি'ঘ্নি'ত করার চেষ্টা করছে। এসব এখানে হবে না। অশান্তি আ'টকাতে যা যা করার, পুলিশকে বলেছি, সবরকম ব্যবস্থা নিতে। রাজনৈতিক দলের মিছিলে কখনও অ'স্ত্র থাকে না, স্লো'গা'ন থাকে, পোস্টার-ফেস্টুন থাকে।''

নবান্ন অ'ভিযা'নকারী বিজেপি সমর্থকদের যখন আ'টকাতে চাইছে পুলিশ, সেসময়ই নবান্নে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। মিনিট পাঁচেক তিনি ছিলেন নবান্নের নিচেই। উপরে নিজের দপ্তরে যাননি। চারপাশ দেখে নিয়ে পরি'স্থিতির খোঁ'জখবর নিয়ে সেখান থেকে সোজা চলে যান ভবানীভবনে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাম'গ্রিক পরি'স্থিতি নিয়ে আলোচনা করেন। কীভাবে বিজেপির মিছিলে অ'স্ত্র এলো, রাজ্যের আ'ইনশৃ'ঙ্খলা পরি'স্থিতি কেমন, এসব নিয়ে ডিজির কাছে জানতে চান মুখ্যমন্ত্রী।

এদিকে, বিজেপির নবান্ন অ'ভিযা'নে পুলিশের হা'ম'লার তী'ব্র নি'ন্দায় সরব হলেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। মমতা সরকার গণতন্ত্র আর সংবিধানকে হ'ন'ন করছে বলে অ'ভিযো'গ করেছেন তিনি। বাংলার এই অ'ন্ধ'কার কা'টিয়ে ফের সূর্যোদয় হবে। বাংলায় বিজেপি সরকার গড়বে। এই স্বৈ'রাচা'রী সরকারকে স'রিয়ে তবেই বিজেপি থামবে বলে আ'ক্র'মণ শা'নিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে