বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৬:১০:২৫

মার্কিন ইতিহাসে ট্রাম্প সরকারের মতো এমন ব্যর্থতার নজির আর নেই : কমলা হ্যারিস

মার্কিন ইতিহাসে ট্রাম্প সরকারের মতো এমন ব্যর্থতার নজির আর নেই : কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : খুব শীঘ্র করোনার প্র'তিষে'ধ'ক এসে পৌঁছবে বলে প্র'তিশ্রু'তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অ'তিমা'রি নিয়ে যিনি লা'গা'তার বি'ভ্রা'ন্তিকর তথ্য দিয়ে আসছেন, তার দাবি কি আদৌ বিশ্বাসযোগ্য? নির্বাচনী বি'ত'র্ক চলাকালীন এ বার এমন প্রশ্নই তুললেন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তার জানান, ট্রাম্পের কথায় বিশ্বাস নেই তার। চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্রতিষে'ধক নেবেন। 

এর আগে, ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের বি'ত'র্ক চরম বাদানুবাদে পরিণত হয়েছিল। এমনকি পরস্পরকে ব্যক্তিগত আ'ক্র'মণও করতে দেখা যায় তাদের। বুধবার সল্টলেক সিটিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সের সঙ্গে সরকারি নীতি নিয়ে জোর ত'র্ক হয় তার প্র'তিদ্ব'ন্দ্বী কমলা হ্যারিসের। কমলা জানিয়ে দেন, ''করোনা পরি'স্থিতি সামাল দিতে পুরোপুরি ব্য'র্থ ট্রাম্প সরকার। মার্কিন ইতিহাসে এমন ব্যর্থতার নজির আর নেই।'' 

কোভিড সম্পর্কে বি'ভ্রা'ন্তিকর ত'থ্য দেওয়ায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে নেয় ফেসবুক ও টুইটার। দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি এমন দায়ি'ত্বজ্ঞা'নহী'নের মতো আচরণ করেন কী ভাবে তা নিয়ে প্রশ্ন তো‌লেন অনেকেই। সেই প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ''চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্র'তিষে'ধক নেব আমি। প্র'তিষে'ধক নেওয়ার জন্য লাইনের সামনেই থাকব। কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথায় প্র'তিষে'ধক নিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।''

প্রত্যুত্তরে মাইক পেন্স বলেন, ''রেকর্ড সময়ে প্রতিষে'ধক এনে ফেলব আমরা। আগে কখনও কেউ যা শোনেননি, এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিষে'ধক এনে ফেলব। পাঁচটি সংস্থার তৈরি সম্ভাব্য প্রতিষে'ধক এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের ট্রা'য়ালে রয়েছে। লক্ষ লক্ষ প্র'তিষে'ধকের ডোজ তৈরি করছি আমরা। এ ভাবে মানুষের আত্মবিশ্বাস ভা'ঙবেন না। এ নিয়ে রাজনীতি করবেন না দয়া করে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে