শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ০৪:০৫:১৪

করোনার চিকিৎসা শেষ করে প্রচারণায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প!

করোনার চিকিৎসা শেষ করে প্রচারণায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসকরা বলেছেন, করোনার চিকিৎসা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সপ্তাহের ছুটির দিনেই 'পাবলিক এনগেজমেন্টে' ফিরতে পারবেন। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, হোয়াইট হাউজের ডা. সিন কনলি জানিয়েছেন, চিকিৎসায় চ'র'ম মাত্রায় ভাল সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি স্থিতিশীল আছেন। 

উল্লেখ্য, এ ঘোষণা এমন এক সময়ে দেয়া হলো, যখন পরবর্তী প্রেসিডেন্সিয়াল বি'ত'র্ক নিয়ে এক অনি'শ্চ'য়তা সৃষ্টি হয়েছে। ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, তিনি করোনা আ'ক্রা'ন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিত'র্কে অংশ নেবেন না। এর ফলে ডিবেট কমিটি এই বি'ত'র্ক ভার্চুয়াল মাধ্যমে বা অনলাইনে করার সিদ্ধান্তের কথা জানায়। 

তাতে অস্বী'কৃ'তি জানিয়েছেন ট্রাম্প। এরপরই চিকিৎসকদের পক্ষ থেকে ট্রাম্পের সুস্থতা নিয়ে ওই ঘোষণা দেয়া হয়েছে। পরে ট্রাম্প বলেছেন, তিনি শুক্রবারে করোনার আরেকটি পরীক্ষা সম্ভবত করাবেন না এবং সাপ্তাহিক ছুটির দিনে তিনি একটি নির্বাচনী র‌্যালিতে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজ থেকে একটি মেমো প্রকা'শ করা হয়েছে। 

তাতে ডা. কনলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অসুস্থ এমন কোন লক্ষণই আর দেখা যাচ্ছে না। গত সপ্তাহের বৃহস্পতিবার তার পরীক্ষা করা হয়েছিল। এই শনিবার তা ১০ দিন হবে। তার নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক টিম সিদ্ধান্তে গিয়েছেন যে, প্রেসিডেন্ট পুরোপুরি নিরা'পদ। তিনি এখন জনসমাবেশে ফিরতে পারেন। 

এর আগে ডা. কনলি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা অপ'রিব'র্তিত থাকে বা সাপ্তাহিক ছুটির দিনে বা সোমবার কিছুটা উন্নতি হয়, তাহলে আমরা সেটাকে চূড়ান্ত হিসেবে দেখবো বড় রকম স্বস্তি হিসেবে। কিন্তু বৃহস্পতিবার দিনের শেষের দিকে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, তিনি আসলেই ভাল বোধ করছেন। আশা করছেন শনিবার সন্ধ্যায় একটি নির্বাচনী র‌্যালিতে অংশ নেবেন। হতে পারে সেটা ফ্লোরিডায়। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে