শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৩১:১০

যু'দ্ধ বন্ধে আর্মেনিয়া-আজারবাইজানকে আলোচনায় বসাচ্ছেন পুতিন

যু'দ্ধ বন্ধে আর্মেনিয়া-আজারবাইজানকে আলোচনায় বসাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার শান্তি আলোচনার জন্য মস্কো সফরে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যু'দ্ধ বন্ধ করা উচিত। বার্তা সংস্থা এএফপির খবরে এমন ত'থ্য মিলেছে।

আজারবাইজান ও জাতিগত আর্মেনীয় বি'চ্ছি'ন্নতাবা'দীদের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধ'রে চলা যু'দ্ধ ব'ন্ধের কোনো ল'ক্ষ'ণ না দেখা দেয়ার পর পুতিন এমন আমন্ত্রণ জানালেন। সেখানে এ ল'ড়া'ইয়ে ইতোমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হা'রিয়েছে বলে দাবি করা হচ্ছে। ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, ৯ অক্টোবর মস্কো সফরে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ক্রেমলিনের ওই বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ম'রদেহ এবং ব'ন্দিবিনিময়সহ বিভিন্ন মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যু'দ্ধ ব'ন্ধের আহ্বান জানাচ্ছেন। এদিকে ল'ড়া'ই অ'ব্যাহ'ত থাকায় ইরাভান এ দুই দেশের শীর্ষ কূ'টনী'তিকদের মধ্যে কোনো আলোচনার প্রস্তাব প্র'ত্যা'খ্যান করে আসছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে