শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৪২:১১

'প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনের পতন ঘটবে', রাজার সঙ্গে বসছেন আনোয়ার ইব্রাহীম

'প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনের পতন ঘটবে', রাজার সঙ্গে বসছেন আনোয়ার ইব্রাহীম

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে সংখ্যাগ'রি'ষ্ঠ এমপির সমর্থনের প্রমাণ দিতে আগামী সপ্তাহে রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন মালয়েশিয়ার বিরো'ধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম। দেশটিতে চলমান রাজনৈতিক সং'কটের মধ্যেই বৃহস্পতিবার তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন ত'থ্য মিলেছে।

তি'ক্ত অ'ন্তর্দ্ব'ন্দ্বের পর গত ফেব্রুয়ারিতে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সং'স্কা'রবা'দী সরকারের প'তনের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যা'পক রাজনৈতিক অস্থি'রতা চলছে। কোনো নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু তার জোটের অবস্থাও ন'ড়ব'ড়ে। এমনকি এই সরকারের বৈধতা নিয়েও স'মালো'চকদের প্রশ্ন রয়েছে।

রাজনৈতিক পটপরিব'র্তনে রফতানিমুখী অর্থনীতিকে ভে'ঙে পড়া থেকে র'ক্ষা করতে সরকারের প'দক্ষে'প নেয়ার ক্ষেত্রে বিল'ম্ব ঘ'টতে পারে। করোনা ম'হামা'রীতে মালয়েশিয়ার অর্থনীতি ইতিমধ্যে মা'রাত্ম'কভাবে ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। আনোয়ার যদি দক্ষিণ এশিয়ার বহুজাতিক দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে তার ২২ বছরের সং'গ্রা'মের সফলতায় চূড়ায় পৌঁছাতে পারবেন তিনি। 

তার এই রাজনৈতিক ল'ড়া'ইয়ের মধ্যে অন্তত ১০ বছর কা'রাগা'রে থাকতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প'দত্যা'গের পর রাজনৈতিক অনি'শ্চ'য়তার মধ্যে নেতা হিসেবে আবি'র্ভূত হন মুহিউদ্দিন। এর সাত মাসের মাথায় ফের ক্ষ'মতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আনোয়ার ইব্রাহীম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে