রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৬:৪০:২৪

ভারতীয়দের একাংশ দলিত-মুসলিমদের মানুষ বলেই মনে করে না : রাহুল গান্ধী

ভারতীয়দের একাংশ দলিত-মুসলিমদের মানুষ বলেই মনে করে না : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের হাথরসে গ'ণধ'র্ষণের ঘ'টনা নিয়ে আবারও যোগী আদিত্যনাথের সরকারকে এক হাত নিলেন রাহুল গান্ধী। ওই ঘ'টনায় যোগীর রাজ্যের পুলিশ ধ'র্ষ'ণের মতো গু'রুতর অ'ভিযো'গ ধা'মাচা'পা দিতে চাইছে বলে এবার টুইটে অ'ভিযো'গ করেছেন ভারতীয় কংগ্রেসের অঘোষিত শীর্ষ এ নেতা।

রোববার রাহুল টুইট করে লিখেন ''ল'জ্জাজনক বাস্তবটা হলো ভারতীয়দের একাংশ দলিত, মুসলিম ও উপজাতিদের মানুষ বলেই মনে করে না। মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বলছে, কাউকে ধ'র্ষ'ণ করা হয়নি এবং অনেক ভারতীয়ও তাই বলছেন। সত্যিই মেয়েটি কেউ ছিল না।''

এদিকে টুইটের সঙ্গে বিবিসির একটি রিপো'র্টও জুড়ে দিয়েছেন তিনি। ওই প্রতিবেদনের শিরোনাম, ''হাথরস কা'ণ্ড: এক মহিলা বারবার ধ'র্ষণের অ'ভিযো'গ করেছিলেন, পুলিশ কেন তা না'কচ করছে?'' গত ১৪ সেপ্টেম্বর হাথরসের বুলগড়হী গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীকে গ'ণধ'র্ষ'ণ করে চারজন। তারপর তার জিভ কেটে দেওয়া হয়। মা'রধ'রও করা হয় বলে অভিযোগ। 

পরে দেশটির রাজধানী দিল্লির সফদর জঙ্গ হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। এই নি'র্ম'ম ঘ'টনা প্রকা'শ্যে আসতেই ভারতজুড়ে শো'রগো'ল পড়ে যায়, ঠিক যেমনটা হয়েছিল ২০১২ সালে দিল্লির নি'র্ভ'য়া কা'ণ্ডের সময়। এর মাঝে ওই তরুণীর দেহ তার পরিবারের হাতে তুলে না দিয়ে, রাতের অ'ন্ধকারে দা'হ (হিন্দু ধর্ম অনুযায়ী সৎকার) করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। সেই ভিডিও প্রকা'শ্যে আসতেই প্র'ব'ল স'মালো'চনার মুখে পড়ে যোগী প্রশা'সন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে