সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ০৪:২৯:০৫

নগোর্নো-কারাবাখ যু'দ্ধে সন্ত্রা'সী গো'ষ্ঠীর জড়িয়ে পড়ছে : উদ্বি'গ্ন পুতিন ও রুহানি

নগোর্নো-কারাবাখ যু'দ্ধে সন্ত্রা'সী গো'ষ্ঠীর জড়িয়ে পড়ছে : উদ্বি'গ্ন পুতিন ও রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : নগোর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যু'দ্ধ অব'সানের জন্য আলোচনার কোনো বি'ক'ল্প নেই। যেকোনো দেশের পক্ষ থেকে সাম'রিক পন্থা অবলম্বনের ঘো'র বিরো'ধী ইরান। কারণ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যু'দ্ধে সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হবে এ অঞ্চলের জনগণ। 

প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধে দু'পক্ষেরই জানমালের ক্ষ'তি হয়েছে। বিশেষ করে স্থানীয় অধিবাসীরা সবচেয়ে বি'প'র্যয়ের মুখে পড়েছে। নাগোর্নো-কারাবাখ নিয়ে ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে দুদেশ যু'দ্ধে জড়িয়ে পড়ে এবং ওই যু'দ্ধ ১৯৯৪ সালের মার্চ পর্যন্ত অ'ব্যাহ'ত থাকে। প্রায় ছয় বছর ধ'রে চলা ওই যু'দ্ধে ৩৫০০ ব্যক্তি নিহ'ত এবং ৮ লাখের বেশি মানুষ শ'রণা'র্থীতে পরিণত হয়েছিল। 

তখন থেকেই নাগোর্নো-কারাবাখ নিয়ে বিরো'ধ নির'সনের জন্য চেষ্টা চালানো হলেও তা ব্য'র্থ হয়। দুই সপ্তাহ আগে যু'দ্ধ বাধার আগ পর্যন্ত না যু'দ্ধ না শা'ন্তি এমন একটা পরি'স্থিতি বিরাজ করছিল ওই অঞ্চলে। অবশ্য আন্তর্জাতিক কোন কোন কু'চ'ক্রী মহল ওই অঞ্চলে হ'স্তক্ষে'পের মাধ্যমে আঞ্চলিক শান্তি বি'ন'ষ্টের চেষ্টা করছে। পাশ্চাত্যের দেশগুলো মনে করে ওই অঞ্চলে অশান্তি জিইয়ে রাখা গেলে তাদের স্বার্থ সুর'ক্ষিত হবে। কারাবাখ নিয়ে সং'ক'ট এরই আলোকে মূল্যায়ন করতে হবে।

যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলের স'ঙ্ক'ট নির'সনের উপায় খুঁ'জে বের করার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শনিবার টেলিফোন সংলাপে মিলিত হন। দুই নেতাই ওই অঞ্চলের চলমান সংঘা'তে কয়েকটি স'ন্ত্রা'সী গ্রুপের জড়িত হওয়ার বিষয়ে উদ্বে'গ প্রকা'শ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট কিছুদিন আগেও আজারবাইজান ও আর্মেনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোন সংলাপে সং'ক'ট নির'সনের জন্য অবিলম্বে যু'দ্ধ ব'ন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। পর্যবে'ক্ষকরা বলছেন অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যু'দ্ধের মাধ্যমে সং'ক'টের কোনো সুরাহা হবে না বরং পরি'স্থিতি আরো জ'টিল হবে। তাই ইরান মনে করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা শুরুর জন্য প্রথমেই যু'দ্ধ ব'ন্ধ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে