শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬, ১২:০৬:০০

৬.৫ মাত্রার ভূমিকম্প প্রেস ব্রিফিং চলাকালে

৬.৫ মাত্রার ভূমিকম্প প্রেস ব্রিফিং চলাকালে

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর নতুন বছরের প্রথম প্রেস ব্রিফিং চলছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। হঠাৎ করেই বেজে ওঠে ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল। থমকে যায় প্রেস ব্রিফিং।

শুক্রবার এই শক্তিশালী ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৬.৫। মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের কাছাকাছি। এলাকাটি প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (US Geological Survey) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। এর অবস্থান ছিল গুয়েরেরোর পাহাড়ি এলাকায়, রানচো ভিয়েহো নামের একটি এলাকার উত্তর-পশ্চিম দিকে।

ভূমিকম্প শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকেরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই খোলা জায়গায় আশ্রয় নেন, যাতে ভবন ধসের ঝুঁকি এড়ানো যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে