মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৫:০৪:৫৬

ভ'য়ংকর সব বড় বড় ক্ষে'পণা'স্ত্র দেখিয়ে বিশ্বকে চমকে দিলো উত্তর কোরিয়া

ভ'য়ংকর সব বড় বড় ক্ষে'পণা'স্ত্র দেখিয়ে বিশ্বকে চমকে দিলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : এই মহামা'রি করোনাকালীন সময়ে শনিবার মধ্য রাতে সারা দুনিয়াকে বেশ চমকে দিয়েছে উত্তর কোরিয়া। এদিন ক্ষ'মতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার মধ্যরাতের পরপরই পিয়ংইয়ংয়ে যে সামরিক কুচকাওয়াজ হয়েছে তা নজিরবি'হী'ন।

প্রচুর মানুষের অংশগ্রহণে কোনো ভু'লভ্রা'ন্তি ছাড়াই যে চোখধাঁ'ধানো কুচকাওয়াজ হয়েছে, তেমন অনুষ্ঠান আয়োজনে উত্তর কোরিয়ার জুড়িমেলা ভার। চেয়ারম্যান কিম জং উন অনুষ্ঠানে আবেগে মোড়া একটি ভাষণ দিয়েছেন। তার দেশের সংগ্রামের ইতিহাসের কথা বলতে গিয়ে কয়েকবার তিনি চোখ মুছেছেন। কিন্তু নতুন একটি আন্তমহাদেশীয় দূরপাল্লার ক্ষে'পণা'স্ত্র (আইসিবিএম) উন্মোচন ছিল শনিবার মধ্যরাতের জমকালো ওই অনুষ্ঠানের প্রধান বিস্ময়।

এর আগে দু'হাজার ২০ সালের ১ জানুয়ারিতে কিম জং উন তার নতুন বছরের ভাষণে ঘোষণা করেছিলেন, উত্তর কোরিয়া এমন সব অত্যা'ধুনিক অ'স্ত্র তৈরি করছে যা শুধু গুটিকয়েক আধুনিক রাষ্ট্রের হাতে রয়েছে। উত্তর কোরিয়া এর আগেই দুটো আইসিবিএম পরীক্ষা করেছে। ২০১৭ সালে দুই বার তারা হুয়াসং-১৪ পরীক্ষা করে। পারমাণবিক বো'মাবহনে স'ক্ষ'ম এই ক্ষে'পণা'স্ত্র ১০ হাজার কি.মি (৬২১৩ মাইল) দূরের ল'ক্ষ্যব'স্তু আ'ঘা'ত করতে সক্ষম।

তার অর্থ, পুরো পশ্চিম ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখ'ণ্ডের অর্ধেক এখন কোরীয় এই পারমাণবিক ক্ষে'পণা'স্ত্রের আওতায়। ওই একই বছর অর্থাৎ ২০১৭ সালে উত্তর কোরিয়া তাদের আরেকটি পারমাণবিক ক্ষে'পণা'স্ত্র হুয়াসং-১৫ পরীক্ষা করে যার পাল্লা ১৩ হাজার কিলোমিটার। অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রের মূল ভূ'খণ্ডের যে কোনো স্থানে আ'ঘা'ত করতে স'ক্ষ'ম।

শনিবার রাতে নতুন যে আইসিবিএমটি প্রদর্শন করা হয়েছে সেটির পরীক্ষা এখনো হয়নি। তবে এটিও দুই-ধা'প বিশিষ্ট তরল-জ্বালানি চালিত ক্ষে'পণা'স্ত্র, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে এটি হুয়াসং-১৫'র চেয়ে এটি অনেকটাই বড়। এটির পাল্লা কত অর্থাৎ কত দূরের ল'ক্ষ্যব'স্তু এটি আ'ঘা'ত করতে স'ক্ষ'ম তা এর য'ন্ত্রের প্রযুক্তি তা না জানলে বা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাবে না।

কিন্তু এই নকশা দেখে উত্তর কোরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়: ক্ষে'পণা'স্ত্রের পাল্লা বাড়ানোর কোনো প্রয়োজন তাদের আর নেই। বদলে, তারা এখন চেষ্টা করছে একটি ক্ষে'পণা'স্ত্রে একাধিক পারমাণবিক বো'মা বসানোর প্রযুক্তির প্রয়োগ। এর সাফল্য যুক্তরাষ্ট্রের ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষা ব্যবস্থার জন্য নতুন মাথাব্যথা তৈরি করবে, কারণ একটি পারমাণবিক বো'মাকে প্র'তিরো'ধের জন্য এমনিতেই একই সঙ্গে অনেক ক্ষে'পণা'স্ত্র ছুড়তে হয়। 

এখন যদি উত্তর কোরিয়া একটি ক্ষে'পণা'স্ত্রে একাধিক ওয়ারহেড বা বো'মা স্থাপনে সক্ষম হয় তা প্রতির'ক্ষা ব্যবস্থাকে আরও চা'পে ফেলবে। নতুন যে আইসিবিএম উত্তর কোরিয়া প্রদর্শন করেছে, তার নকশা দেখে ধা'রণা করা শ'ক্ত যে কখন এটি পরীক্ষা করা হবে বা মোতায়েন করা হবে। তবে, যেসব ট্রাকের ওপর সেটি বহন করা হয়েছে, তা বাড়তি উ'দ্বে'গের জন্ম দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে