মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১১:৫২:০৮

শুরু থেকেই ভারতকে মুসলিম শূন্য করতে বিজেপি কাজ করে যাচ্ছে: আল্লামা কাসেমী

শুরু থেকেই ভারতকে মুসলিম শূন্য করতে বিজেপি কাজ করে যাচ্ছে: আল্লামা কাসেমী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদি বিজেপি সরকার মুসলিমবিদ্বে'ষী ধারাবাহিক প'দক্ষেপের অংশ হিসেবেই আসামের সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি ভারতের আসাম রাজ্যের সব সরকারি মাদ্রাসা বন্ধ করে দেয়ার বিজেপি সরকারের সিদ্ধান্তের তীব্র নি'ন্দা ও প্রতিবা'দ জানিয়েছেন। আল্লামা কাসেমী বলেন, বিজেপি সরকার শুরু থেকেই ভারতকে মুসলিম শূন্য করতে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবেই তারা এনআরসি ও নাগরিকত্ব সংশো'ধনী আইন করেছে। শত শত বছরের পুরনো বাবরি মসজিদ গুঁ'ড়িয়ে দিয়ে তদস্থলে রামমন্দির তৈরি করছে।

পাশাপাশি মুসলমানদের ওপর হা'মলা, মামলা ও নিপী'ড়ন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মুসলমানদের নাগরিক ও মৌলিক মানবাধিকারে নতুন নতুন বা'ধা তৈরি করছে। আল্লামা কাসেমী বলেন, মাদ্রাসাসমূহে সুস্থ সমাজ গড়ার শিক্ষা দেওয়া হয়। অ'পরা'ধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ার অনুশীলন করা হয়। মনের হিং'সা-বি'দ্বে'ষ দূর করে মানুষে মানুষে সম্পর্ক বৃদ্ধির শিক্ষা দেয়া হয়।

জমিয়ত মহাসচিব বলেন, আর বিজেপি চাচ্ছে, এসব কল্যাণকর শিক্ষা বন্ধ করে দুই সম্প্রদায়ের মধ্যে বি'দ্বে'ষ ও ঘৃ'ণা ছড়িয়ে দিতে, ধর্মীয় মেরুক'রণ করতে এবং মুসলমানদেরকে দাবিয়ে রাখতে। ভারতের হিন্দুত্ববাদি বিজেপি সরকার সা'ম্প্রদা'য়িকতা ও বর্ণবাদের যে ঘৃ'ণার চর্চা শুরু করেছে, তাতে বিশ্বশান্তির জন্য মা'রা'ত্মক হু'মকি তৈরি হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে