বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৩৬:১৫

এবার ইমরান খানকে নোটিশ পাঠালো পাকিস্তানের সুপ্রিম কোর্ট

এবার ইমরান খানকে নোটিশ পাঠালো পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : দলীয় আইনজীবীদের একটি অনুষ্ঠানে অংশ নেয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অনুষ্ঠানস্থলের ফি পরিশো'ধের বিষয়েও জানতে চাওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ নোটিশ দেয় বলে ডন জানিয়েছে। 

পাশাপশি এদিন দেশটির অ্যাটর্নি জেনারেলকেও নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার ইসলামাবাদে ক্ষ'মতাসীন দল সংশ্লিষ্ট আইনজীবীদের সংগঠন ইনসাফ ল'ইয়ারস ফোরামের (আইএলএফ) অনুষ্ঠানে যোগ দেন ইমরান খান। সেখানে বক্তৃতাও দিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে বিচারক কাজী ফয়েজ ইসা বলেন, ''পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরো দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা দলের নন। তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে একটি নি'র্দি'ষ্ট গোষ্ঠীর প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন।''

ইসলামাবাদের যে সরকারি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হয়েছিল, সেটির ভাড়া দেয়া হয়েছে কিনা, দিলে কে দিয়েছে কিংবা কে দেবে, কনভেনশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাও জানতে চেয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। আইএলএফের একই অনুষ্ঠানে যোগ দিতে গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি বাদ দেয়ায় পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলের ওপর বি'র'ক্তিও প্রকা'শ করেন সুপ্রিম কোর্টের এ বিচারক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে