বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১২:২৯:৫১

'জানুয়ারির আগেই অযোগ্য ও অক্ষম ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেয়া হবে'

'জানুয়ারির আগেই অযোগ্য ও অক্ষম ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেয়া হবে'

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, ''জনগণের ল'ড়া'ইয়ের মুখে ইমরান খানের সরকার টি'কতে পারবে না।'' একটি প্রাইভেট চ্যানেলে এমন মন্তব্য করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এই ত'থ্য জানিয়েছে।

তিনি বলেন, ''গণতান্ত্রিক আন্দো'লনের মাধ্যমে জানুয়ারির আগেই ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেয়া হবে।'' নওয়াজ শরিফের পক্ষ নিয়ে জনগণ 'অযোগ্য ও অক্ষম' প্রধানমন্ত্রীর পতন ঘ'টাবে বলেও মরিয়ম জানান। এদিকে ১৬ অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালাতে সমাবেশের ডাক দিয়েছে পিএমএল-এন। 

দলটির ত'থ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব জানান, পুরো শহরের মানুষ সমাবেশটিতে অংশ নেবে। তিনি বলেন, ''ইমরান খান সরকারের ক্ষ'মতা নেই এ সমাবেশে বা'ধা দেয়ার। এ সরকারের চিনি, ময়দা, ওষুধ, জ্বালানি চু'রি ও লু'টপাটের সমাধান হবে এ সমাবেশে।''

এদিকে নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজসহ দলের বেশ কয়েকজন নেতার বি'রু'দ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পাকিস্তানের পুলিশ। সেনাবা'হি'নী নিয়ে মন্তব্য করায় গত সপ্তাহে লাহোরের একটি পুলিশ স্টেশনে পিএমএল-এন দলের ৪৪ নেতার বি'রু'দ্ধে এই মামলা দায়ের হয় বলে জানায় ডন।

এক বছরেরও বেশি সময় পর গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরো'ধী দলগুলোর এক সম্মেলনে বক্তব্য দেন নওয়াজ শরিফ। লন্ডন থেকে ভিডিও লিংকে যুক্ত হয়ে সেনাবা'হি'নীকে ইঙ্গিত করে তিনি বলেন, ''আজ আমাদের ল'ড়া'ই তাদের বি'রু'দ্ধে যারা ইমরান খানকে ক্ষ'মতায় বসিয়েছে আর যারা তার মতো এক অযোগ্য ব্যক্তিকে ক্ষ'মতায় আনতে নির্বাচনে জা'লিয়া'তি করেছে এবং এভাবে দেশকে ধ্বং'স করে দিয়েছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে