রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৬:২৭:৪৭

ইরান সীমান্ত নিজেদের দখলে নিয়ে পতাকা উড়ালো আজারাবাইজান

ইরান সীমান্ত নিজেদের দখলে নিয়ে পতাকা উড়ালো আজারাবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সীমান্ত আর্মেনিয়ার হাত থেকে দ'খ'লমু'ক্ত করে পতাকা উড়িয়েছে আজারাবাইজানের সেনাবা'হি'নী। ওই অঞ্চলগুলোতে সাম'রিক ঘাঁ'টি স্থাপন করেছে বাকু। ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সং'ঘা'ত চলে আসছে।

রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, জাঙ্গালিয়ান ও জাবরাইল জেলার সোলতানলি, খালফলি, খুদাফ্রিন ও গুমলাগ এলাকা দ'খ'লমু'ক্ত করেছে আজারবাইজানের সেনাবা'হি'নী। ওই এলাকাগুলোতে আজেরি সেনাবা'হি'নী সাম'রিক ঘাঁ'টি স্থাপন করে অবস্থান নিয়েছে। 

এর আগে ২২ অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছিলেন, আগবেন্দ সীমান্ত দ'খ'লমু'ক্ত করার পর আজারবাইজান ও ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরা'পদ। সীমান্ত নিয়'ন্ত্রণ রেখা দ'খ'লমুক্ত করার পর ইরান ও আজারবাইজানের উভয় সীমান্তের নাগরিকদের অভিনন্দন জানান আলিয়েভ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে