সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ০৯:৩৮:১৭

এবার স্বর্ণ খনি নিজেদের দখলে নিল আজারবাইজান

এবার স্বর্ণ খনি নিজেদের দখলে নিল আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে আজারবাইজান। অন্য ব্যাপক ক্ষতির কথা শিকার করেছেন আর্মেনিয়া। তবুও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এদিকে গত ৩০ বছরে নাগার্নো-কারাবাখের দখলকৃত অঞ্চল থেকে বিভিন্ন ধরণের খনিজ পদার্থ উত্তোলন করে আসছিলো আর্মেনিয়া। তেমনি একটি হলো জাঙ্গিলান জেলার ভেজনালী স্বর্ণ খনি। যা আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় আজারবাইজানের গণমাধ্যমগুলো।

অ্যাজভিশন জানিয়েছে, নাগার্নো-কারাবাখে ১৬০ ধরণের খনিজ পদার্থের মজুদ রয়েছে যাদের মধ্যে অন্যতম স্বর্ণ, রোপা, পারদ, তামা, কয়লা, বিভিন্ন ধরণের মূল্যবান পাথর। এসব খনিজ পদার্থ মূলত কালবাজার, লাচিন, জাঙ্গিলান ও তাতার এলাকায় অবস্থিত যা দীর্ঘদিন ধরেই আর্মেনিয়ার হাতে ছিল।

সম্প্রতি এসব এলাকা আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করেছে। আর্মেনিয়া এসব এলাকা থেকে মূল্যবান খনিজ পদার্থ উত্তোলন করে দীর্ঘ দিন ধরে রফতানি করে আসছিল বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে