সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ১২:৫৯:২৯

এবার আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

এবার আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রবিবার গভীর রাতে জানিয়েছেন,  কোভিড -১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের পরে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  তবে, নিশ্চিত করে জানিয়েছেন, তার কোনও লক্ষণ এখনও দেখা যায়নি।

টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস একটি টুইট বার্তায় বলেছেন, "আমি এমন একজন পরিচিত ব্যক্তির সংস্পর্শে এসেছি। যাঁর শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি ভাল আছি এবং উপসর্গ নেই, তবে WHO-এর গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে রাখব।" বিশ্বমারী মোকাবিলার জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বাগ্রে রয়েছেন টেড্রোস ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে