বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১২:২০:১৬

আট বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে ডাকযোগে ভোট!

আট বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে ডাকযোগে ভোট!

আন্তর্জাতিক ডেস্ক: আট বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচন কর্তৃপক্ষের কাছে ব্যালট পাঠানো হয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টাটেন দ্বীপে বসবাসকারী নিবন্ধিত ডেমোক্র্যাট ফ্রান্সিস রেকসোর নামে ওই ব্যালট পাঠানো হয়েছে। তিনি ২০১২ সালে মারা গেছেন। তার ভোট এরই মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রায় ১০ কোটি ভোটার মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছে। আগাম ভোটের বেশিরভাগই এসেছে ডাকযোগে। এই ভোটও ডাকযোগেই পাঠানো হয়েছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ডাক যোগে ভোট পাঠানোর বিরোধিতা করে আসছেন। কিন্তু করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার কারণে ডাক যোগে ভোট দিতে সমর্থকদের উৎসাহ যুগিয়ে আসছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

জানা গেছে, ২০১২ সালে মারা যাওয়া ব্যক্তির নামে ভোট পাঠানো হয় ৮ অক্টোবর। সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করা হয়েছে। অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

মৃত ব্যক্তির নামে আরেকটি ভোট গ্রহণের বিষয়ও আলোচনায় এসেছে। সেটাও নিউইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের ঘটনা। গেরট্রুড নিজার নামের ওই ভোটার ২০১৬ সালে মারা গেছেন। তার নামে ৯ অক্টোবর ভোট দেওয়া হয়েছে। তার নামে পাঠানো ভোটও বৈধ বলে গৃহীত হয়েছে ২৫ অক্টোবর।
সূত্র : নিউইয়র্ক পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে