বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১১:২৫:৪৩

আমাকে কেউ হারাতে পারবে না: ট্রাম্প

আমাকে কেউ হারাতে পারবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। আর কয়েকটিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার আরলিংটনে রিপাবলিকান ন্যাশনাল কমিটি’র কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি দেখে তার মনে হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ তাকেই নির্বাচিত করতে যাচ্ছে। ট্রাম্প আরো বলেন, কৃষ্ণাঙ্গদের জন্য আব্রাহাম লিংকনের পর তিনিই সবচেয়ে বেশি কাজ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শুনেছি যে আমরা টেক্সাস, অ্যারিজোনা এবং ফ্লোরিডায় আমরা খুবই ভাল করছি। আমরা নিশ্চিতভাবেই জিততে যাচ্ছি। আগামী চারবছর আমরাই ক্ষমতায় থাকবো। আমাকে কেউ হারাতে পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে