বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০১:৩২:১২

বড় সুখবর পেল ট্রাম্প

বড় সুখবর পেল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : চলছে মার্কিন নির্বাচন। গোটা বিশ্বের নজর আমেরিকার উপর। বড় সুখবর পেল ট্রাম্প,  নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যাটলগ্রাউন্ড খ্যাত ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার জয়জয়কার। ২৯টি ইলেক্টোরাল ভোটের রাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ের পেছনে অন্যতম ভূমিকা রাখতে পারে সবচেয়ে আলোচিত ফ্লোরিডা অঙ্গরাজ্য। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা খোলাখুলি বলেছেন, ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ। এখন অপেক্ষায় থাকতে হচ্ছে কি হতে যাচ্ছে।

এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঝুলন্ত রাজ্য ওহাইও-তে জয় ছিনিয়ে নেন ট্রাম্প। সেখানে তিনি ১৮টি ইলেক্টোরাল ভোট পান। এদিকে প্রাথমিক ফলাফলে ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন। তবে এখন পর্যন্ত পপুলার ভোটে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।
এখনো বেশ কয়েকটি রাজ্যের ফলাফলের অপেক্ষায় আছেন বিশ্ববাসী। কে হচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই বেশ আশাবাদী।

তবে অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না।

অন্যদিকে, প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। তবে সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে