বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৯:১৪:২১

শেষ মুহুর্তে জোর টক্কর, প্রেসিডেন্টের দৌড়ে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে বাইডেন

শেষ মুহুর্তে জোর টক্কর, প্রেসিডেন্টের দৌড়ে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : এ যেন একেবারে সেয়ানে সেয়ানে টক্কর। হোয়াইট হাউসের দখলের লড়াই ঘিরে একেবারে টানটান উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? এ প্রশ্নের উত্তর এখনও সুষ্পষ্ট হয়নি। যদিও গণনার হিসেব অনুযায়ী, ট্রাম্পকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন। 

২৩৮ ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। আর ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৩টি ইলেক্টোরাল ভোট। জয়ের জন্য চাই ২৭০টি ভোট। তবে, এখনও কিছু আসনে গণনা বাকি। ফলে, এখনই বোঝা যাচ্ছে না, আমেরিকার ভবিষ্যৎ কার হাতে থাকছে। এদিকে, জেতার ব্যাপারে ট্রাম্প ও বাইডেন, দু'জনই আত্মবিশ্বাসী। এদিন দুই মহারথীই বলেছেন, 'আমরা জিতছি'। 

ট্রাম্প তো রীতিমতো দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, তিনিই জিতছেন এবং বড় উৎসব হতে চলেছে। তবে, একইসঙ্গে বিডেন শিবিরের বিরু'দ্ধে বি'স্ফো'রক অ'ভিযো'গ এনেছেন ট্রাম্প। স্থানীয় সময় মধ্যরাতে এসে ট্রাম্প অভিযোগ করেন, এত রাতে কেন ভোটগ্রহণ চলছে। কারচুপির অভিযোগে তিনি প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

সমর্থকদের সামনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ''আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আরও স্পষ্ট করে বললে, আমরা জিতেই গিয়েছি। এ বার আমাদের লক্ষ্য ঐক্যের বাতাবরণ বজায় রাখা। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে