বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১১:২৮:৫৬

'সবকিছু শেষ হওয়ার পথে', বললেন বাইডেনের উপদেষ্টা

'সবকিছু শেষ হওয়ার পথে', বললেন বাইডেনের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সব দিক থেকেই প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ভোট এবং ইলেকটোরালে বাইডেনের বেশ দাপট দেখছে বিশ্ববাসী। জো বাইডেনের উপদেষ্টার দাবি, তারা জয়ের দিকে যাচ্ছেন।
 
বাইডেনের শীর্ষ উপদেষ্টা রন ক্লেইন সিএনএনকে বলেন, ''আমরা জয়ী হতে চলেছি। সবকিছু 'শেষ হওয়ার পথে'। আর তা আমাদের পক্ষেই হচ্ছে।'' মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সর্বশেষ তথ্যমতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প। 

ইলেকটোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩টি, অপর দিকে বাইডেনের দখলে ২৩৮টি। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে