বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১২:০৮:২৫

সর্বোচ্চ ভোট পেয়ে বারাক ওবামার রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন জো বাইডেন

সর্বোচ্চ ভোট পেয়ে বারাক ওবামার রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড ভাঙলেন জো বাইডেন। এত ভোট এর আগে কোনও রাষ্ট্রপতি পদপ্রার্থী কখনও পাননি। ২০০৮ সালে বারাক ওবামার পাওয়া ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন। এটা স্পষ্ট হল যে সেদেশের মানুষ জো বাইডেনকেই বেশি পছন্দ করেন। কিন্তু তা বলেই যে বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে পারবেন, তার কোনও নিশ্চয়তা নেই। 

কারণ, সেদেশে ইলেক্টরাল কলেজের ওপরে নির্ভর করে, কে গদিতে বসবেন না বসবেন। কিন্তু রেকর্ড ভেঙে দিলেন তিনি। নির্বাচনের ইতিহাসের পাতায় নাম উঠলো ডেমোক্র‌্যাটিক পদপ্রার্থী জো বাইডেনের। এখনও চলছে ভোট গণনা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা পর্যন্ত বাইডেন পেয়েছেন ৬ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৩৪৭ ভোট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে