বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১১:৫৮:২৫

প্যারিসের পর এবার লন্ডন ছাড়ছে হাজার হাজার মানুষ, সড়কে ১২০০ মাইল লম্বা যানজট

প্যারিসের পর এবার লন্ডন ছাড়ছে হাজার হাজার মানুষ, সড়কে ১২০০ মাইল লম্বা যানজট

আন্তর্জাতিক ডেস্ক : হাজার হাজার মানুষ লন্ডন ছেড়ে লকডাউনে সুবিধাজনক স্থানে চলে যাচ্ছেন। সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি। ঠিক দিন কয়েক আগে প্যারিসে লকডাউনের পূর্বে দেখা গিয়েছিল একই দৃশ্য। লকডাউন শুরু হবার শেষ মুহুর্তে পাবগুলোতে ছিল বেজায় ভীড়। আকণ্ঠ পানে তরুণ-তরুণীরা মনের আপশোস কিছুটা হলেও মিটিয়ে নিয়েছেন। তাই হৈ হুল্লোড়ের কমতি ছিল না পানশালাগুলোতে।

অক্সফোর্ড স্ট্রিটে গাড়ির ভীড়ে থমকে দাঁড়ায় দমবন্ধ সময়। পশ্চিম লন্ডনে বুধবার সন্ধ্যায় ছিল একই অবস্থা। মধ্য লন্ডনের রিজেন্ট স্ট্রিটে গাড়িতেই বেশ কয়েক ঘন্টা বসে থাকতে হয় মানুষকে। স্যাটন্যাভ এ্যাপ বলছে স্বাভাবিক সময়ের চেয়ে লন্ডনের রাস্তাগুলোতে গাড়ির পরিমান বৃদ্ধি পেয়েছিল ৩৪ শতাংশ। পিক সময়ে লন্ডনে যানজটের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬২৪টি। 

শুধু নর্থ সার্কুলার রোডে যানজট ছিল ৮ মাইল লম্বা। স্বাভাবিকের সময়ে ওই রাস্তা পাড় হতে অতিরিক্ত এক ঘন্টা ১৫ মিনিট লাগে বলে জানায় ইনরিক্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। কমবেশে ব্রিটিশ নাগরিকদের গন্তব্য ছিল গ্রামের বাড়ি। ব্রিটেনে দ্বিতীয় এ লকডাউন শেষ হবে আগামী দোসরা ডিসেম্বর। পরিবারের সময়ে ক্রিসমাসের ছুটি কাটাতে তাই এমন কষ্টকর গন্তব্যে পাড়ি দেয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে