শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০, ০৯:৫৭:১১

মিশিগান ও অ্যারিজোনা রাজ্যের ভোটকেন্দ্র ঘেরাও

মিশিগান ও অ্যারিজোনা রাজ্যের ভোটকেন্দ্র ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সমর্থক মিশিগান ও অ্যারিজোনা রাজ্যের ডেট্রয়েট ও ফিনিক্স শহরের ভোটকেন্দ্র ঘিরে রেখেছে। যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী যখন রাস্তায় নেমে এসেছেন ঠিক তখনই এই দুটি রাজ্যের ভোটকেন্দ্র ঘেরাও করেন ট্রাম্প সমর্থকেরা। 

এ সময় ডেট্রয়েটের ভোটকেন্দ্রের বাইরে “গণনা বন্ধ করুন, গণনা বন্ধ করুন” বলে শ্লোগান দিতে শোনা যায় ট্রাম্প সমর্থকদের শ্লোগান দিতে শোনা যায়। 
অন্যদিকে, ফিনিক্সে ভোটকেন্দ্র ঘিরে রাখা ট্রাম্প সমর্থকেরা “চুরি বন্ধ করুন” বলে শ্লোগান দিতে শোনা যায়। 

এদিকে, ট্রাম্পের প্রচার দলের দুই সদস্য ফিলাডেলফিয়ার ভোটকেন্দ্রে গিয়ে ভেতরে ঢুকতে চেয়েছেন। তাদের দাবি, ভেতরে ঢোকার জন্য তাদের হাতে আদালতের নির্দেশ রয়েছে। পেনসিলভেনিয়ার এই শহরে ডাকযোগে আসা ব্যালটগুলো গণনা করা হচ্ছে।

কোরি লিওয়ানডস্কি ও প্যাম বান্ডি নামের ওই দুই ব্যক্তি বলেন, “আমরা এই মুহূর্তে এখানে ঢুকতে চাই এবং বৈধভাবে গণনা পর্যবেক্ষণ করতে চাই।”
তাদের অভিযোগ, কেন্দ্রের ভেতরে রিপাবলিকান প্রতিনিধিকে গণনার জায়গা থেকে ১০০ ফুট দূরে সরিয়ে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে