শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০, ১১:৫০:২৪

এবার পেনসিলভেনিয়াতেও পিছিয়ে পড়লেন ট্রাম্প, হোয়াইট হাউসের দরজার মুখে বাইডেন

এবার পেনসিলভেনিয়াতেও পিছিয়ে পড়লেন ট্রাম্প, হোয়াইট হাউসের দরজার মুখে বাইডেন

‌আন্তর্জাতিক ডেস্ক : ৭২ ঘণ্টারও বেশি লড়াই। একদিকে জো বাইডেন, অপরদিকে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের মসনদে বসার লড়া'ই হলও বেশ হা'ড্ডাহা'ড্ডি। আর শেষ ল্যাপে ট্রাম্পকে পিছনে ফেলে মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে আরও অনেকটা এগিয়ে গেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ এবং সিএনএন-এর খবর অনুযায়ী, অ্যারিজোনা, নেভাদা‌, জর্জিয়ার পাশাপাশি পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন বিডেন। সেখানে ৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে‌ তিনি। নেভাডা এবং অ্যারিজোনাতেও লিড অনেক বেশি। তবে জর্জিয়াতে এক হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে বিডেন। অন্যদিকে, একমাত্র নর্থ ক্যারোলিনাতে এগিয়ে ট্রাম্প।

সব মিলিয়ে ম্যাজিক ফিগার ২৭০ থেকে কিছুটা দূরে রয়েছেন বিডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, ট্রাম্পের ঝুলিতে ২১৪টি ইলেক্টোরাল ভোট। অর্থাত্‍ অনেকটাই পিছিয়ে বর্তমান প্রেসিডেন্ট। সেখানে আবার হাতছাড়া হল পেনসিলভেনিয়াও। এর ফলে ট্রাম্পের পক্ষে ফের লড়াইয়ে ফেরা কার্যত অসম্ভব, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রচুর সংখ্যক মেল-ইন-ব্যালট জমা পড়ায় গণনার সময় বাড়ছে। এর মধ্যে নর্থ ক্যারোলিনায় ভোটের পর থেকে ন'দিন পর্যন্ত আসা মেল-ইন-ব্যালট ও অ্যাবসেন্টি ব্যালট গণনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পেনসিলভেনিয়ার ক্ষেত্রে এই সময়টা ছিল তিন দিন। এই কারণে গণনা শেষ হতে সময় বেশি লাগছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে