শনিবার, ০৭ নভেম্বর, ২০২০, ১১:৪৪:২৪

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ৭২ ঘণ্টার জল্পনার অবসান। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হল জো বাইডেনের নাম। ভাইস প্রেসিডেন্ট হতে চলেছে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। মার্কিন মসনদ দখলে প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭০। এদিন পেনসিলভেনিয়ায় জয়লাভ করেই সেই ম্যাজিক অঙ্ক জোগাড় করে ফেলতেই সুনিশ্চিত হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প জমানার অবসান ঘটিয়ে মসনদে বসতে চলেছেন বাইডেন। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, বাইডেনের সংগ্রহ ২৯০ টি ইলেক্টোরাল ব্যালট। জো বাইডেনকে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা্ করেছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস(এপি)। ৭৭ বছরের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন হারালেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে।

এপি জানিয়েছে, বাইডেন নাভাডা থেকে ৬টি ইলেক্টোরাল ভোট ও পেনসিলভেনিয়া থেকে ২০ ভোট জিতে ২৭০ এর ম্যাজিক সংখ্যা পার করে ২৯০ সংখ্যায় পৌঁছে গেছেন। জো বাইডেন আরও জিতে্ছেন অ্যারিজোনা, উইসকনসিন ও মিশিগান যেগুলিতে ২০১৬এ জিতেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা্ম্প। ঐতিহালিক জয়ের পর টুইট করে বাইডেন বলেন, আমেরিকা আমি সম্মানিত যে তুমি আমাকে পছন্দ করেছ আমাদের মহান দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য।

ওদিকে ইতিহাস গড়লেন বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত কমলা প্রথম কালো আমেরিকান হিসেবে দেশের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ১৯৯২ সালে রিপাবলিকান জর্জ বুশের পর এই প্রথম বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনে হারলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে