রবিবার, ০৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৫:৪০

আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজের দখলকৃত অংশ থেকে সরে যেতে হবে- এরদোগান-পুতিনের ফোনালাপ

আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজের দখলকৃত অংশ থেকে সরে যেতে হবে- এরদোগান-পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : নাগার্নো-কারাবাখ অঞ্চলে চলমান আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, রোববার দুই দেশের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। এসময় তুরস্ক-রাশিয়া সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন এবং নাগার্নো-কারাবাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় পুতিনকে এরদোগান বলেন, আর্মেনিয়া সরকারকে অবশ্যই আজারবাইজের দখলকৃত অংশ থেকে সরে যেতে হবে। আর আজারবাইজানের যুদ্ধ শুধু নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ বলে পুতিনকে জানিয়ে দেন এরদোগান।

এরদোগান আরো বলেন, আর্মেনিয়াকে আলোচনায় বসার মতো কমন সেন্স থাকতে হবে। এই সমস্যার স্থায়ী সমাধান বের করতে হবে। যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্র : ডেইলি সাবাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে