সোমবার, ০৯ নভেম্বর, ২০২০, ০৫:৪৪:৫৬

জো বাইডেনকে মুসলিম ব্রাদারহুডের আহ্বান

জো বাইডেনকে মুসলিম ব্রাদারহুডের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেনের জয়ে স্বাগত জানিয়ে নতুন মার্কিন প্রশাসনকে একনায়কতন্ত্র সরকারের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। শনিবার এক বিবৃতিতে দলটির ডেপুটি জেনারেল ইব্রাহিম মুনির এ আহ্বান জানান।

বাইডেনের বিজয় প্রমাণ করে যে আমেরিকান জনগণ এখনও তাদের ইচ্ছাকে কার্যকর করতে সক্ষম। বিবৃতিতে, ''বিশ্বব্যাপী যে একনায়কতন্ত্র সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, সেই নীতিগুলি পুনর্বিবেচনার আহ্বান জানান জানাই। মিশরের জনগণ দিনের পর দিন অত্যাচারী শাসক দ্বারা পরিচালিত হয়ে আসছে। যা মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের ধমন-পীড়ন বন্ধে জন্য বাইডেন প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।''

মুসলিম ব্রাদারহুড বলেছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি সমর্থন করে। যেখানে ন্যায়বিচার, গণতন্ত্র, সাম্য, বহুবচন এবং মানুষের সুরক্ষার মূল্যবোধ সমুন্নত। মিশরে দীর্ঘদিন ধরে দেশটি স্বৈরশাসক আবদেল ফাত্তেহ আল-সিসি শাসন করে আসছেন। বহু মানুষ নির্যাতনের শিকার সিসি। বাদ যায়নি দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল ব্রাদারহুড।

ব্রাদারহুডের পথ চলা শুরু ১৯২৮ সালের মার্চ মাসে। সুয়েজ খাল তীরবর্তী শহর ইসমাইলিয়ায় তরুণ হাসানুল বান্নার নেতৃত্বে সংগঠনটি গড়ে ওঠে। শুরুতে 'ইখওয়ানুল মুসলিমিন' নামে এর যাত্রা শুরু হয়। সন্ত্রাস সৃষ্টির অভিযোগে ১৯৪৮ সালের ডিসেম্বরে মিসরের প্রধানমন্ত্রী মাহমুদ ফাহমি আন-নুকরাশি মুসলিম ব্রাদারহুডকে বিলুপ্ত করার নির্দেশ জারি করেন। 

এর পরের বছরের ডিসেম্বরে দলটির প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সরকারি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে