শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ০২:৩০:১৫

মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে হত্যা করেছে ইসরাইলি গোয়েন্দারা

মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে হত্যা করেছে ইসরাইলি গোয়েন্দারা

আফ্রিকায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আলকায়দা নেতা আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে হত্যা করেছে ইসরাইলি গোয়েন্দারা।

তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটরসাইকেলে করে দুই ইসরাইলি গোয়েন্দা গুলি করে আল-মাসরিকে হত্যা করে। খবর আল-জাজিরার।

এ সময় ইসরাইলি গেয়েন্দাদের গুলিতে আল-মাসরির মেয়ে, ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রীও নিহত হন। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে