শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ১১:৩১:২১

ইথিওপিয়ায় বিমানবন্দরে বিদ্রোহীদের রকেট হামলা

ইথিওপিয়ায় বিমানবন্দরে বিদ্রোহীদের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার তিগ্রে প্রদেশের বিদ্রোহী আঞ্চলিক শক্তি তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ওই অঞ্চলের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ এলাকার গন্দার অঞ্চলের বিমান বন্দরে এ হামলা চালানো হয় বলে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

বিদ্রোহী টিপিএলএফ জানিয়েছে, আবি আহমেদের বিমান হামলার জবাবে এ রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি আরেক বিমানবন্দর বাহির দারের কাছেও একটি রকেট আঘাত হেনেছে বলে জান গেছে। তবে এসব হামলার কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা সম্ভব হয়নি। তিগ্রের আমহারা অঞ্চলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। 

টিপিএলএফের মুখপাত্র গেটাচিও রিদা বলেন, যতক্ষণ পর্যন্ত তিগ্রের মানুষের ওপর আক্রমণ থামবে না ততক্ষণ পর্যন্ত তার জবাব দেওয়া হবে। এছাড়া আরও শক্তভাবে প্রতিশোধ নেওয়া হবে বলেও জানান ওই ব্যক্তি। ইথিওপিয়ার শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশের তিগ্রে প্রদেশের বিদ্রোহীদের দমনে এ মাসের শুরুর দিকে সেনা অভিযান শুরু করেন।

এর প্রতিক্রিয়ায় বিদ্রোহীরাও জবাব দেওয়ার কথা জানায়। এর ফলে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইথিওপিয়া থেকে সুদান ও অন্যান্য প্রতিবেশী দেশের দিকে শরণার্থীর স্রোত তৈরি হয়েছে। সেনা অভিযানের পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি বড় ধরনের অস্থিরতার সূচনা হলো মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে