রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১২:২৩:৪৬

বিহারে জিতেই বিজেপির স্লোগান, 'এবার বাংলা পারলে সামলা'

বিহারে জিতেই বিজেপির স্লোগান, 'এবার বাংলা পারলে সামলা'

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের বিধানসভা ভোটে জিতেই পশ্চিমবঙ্গ নিয়ে হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, 'এবার বাংলা পারলে সামলা'।  সোশ্যাল মিডিয়ায় এই স্লোগান ছড়িয়ে দিয়ে বলা হয়েছে, গণতন্ত্রে সাধারণ মানুষই সবকিছু। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই স্লোগান নিয়েই তারা বিধানসভায় ঝাঁপাবে।

সেই পরিস্থিতিতে সাধারণের পাশে থাকতে একের পর এক ঘোষণা মমতা ব্যানার্জী। এদিন তিনি হাজার হাজার শিক্ষক পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতা ফিরহাদ হেকিম বলেন, 'বাংলাকে মমতা ব্যানার্জী সামলে নিয়েছেন। ওদের দরকার নেই। বাংলা অনেক ভালো আছে। বাংলায় এনকাউন্টার নেই। বাংলায় পিটিয়ে মারা হয় না।'

পশ্চিম ভারতের শক্তিশালী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) বিপুল উত্থান হয়েছে ভারতের পূর্বাঞ্চলের ভোটের রাজনীতিতে। প্রথম বারের মতো বিহারে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। যদিও আগেই ত্রিপুরার ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি। এবার পূর্ব ভারতের নাভিমূল পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে দলটি।

'এবার বাংলা পারলে সামলা' স্লোগান দিয়ে বিজেপি ২০২১ সালের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনী তৎপরতা শুরু করেছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ মনোযোগ এখন কলকাতায়। উচ্চস্বরে তারা ঘোষণাও দিয়েছেন যে, দুই-তৃতীয়াংশ আসনে জিতে বাংলার মসনদ দখল করবেন। দলের শীর্ষ নেতারাও ঘন ঘন আসা-যাওয়া করছেন পশ্চিমবঙ্গে। মোদীর পর দ্বিতীয় শীর্ষ নেতা অমিত শাহ নিজে দেখভাল করছেন সবকিছু। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখন এখন বিজেপির প্রাইম এজেন্ডা।

বিহারের সাফল্যে মমতা ব্যানার্জীকে পরোক্ষ বার্তা মোদির 'খুনের রাজনীতি করে ভোটে জেতা যাবে না'। মোদি বললেন, ''দেশের কিছু জায়গায় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। কিন্তু এভাবে সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন পাওয়া যাবে না।'' বিজেপির বিহার জয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্যের গেরুয়া ব্রিগেড আরও বাড়তি উৎসাহ পেয়েছে। একই স্লোগান তুলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, রাজ্য নেতা সায়ন্তন বসুরা টুইট করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে