আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় বন্দুকধারীদের হা'মলায় ৩৪ জন নিহ'ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। দেশটির পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে এ হা'মলা চালানো হয় বলে খবর মিলেছে। হা'মলা সংঘটিত হওয়ার এলাকায় বেশ ভী'তিকর পরি'স্থিতির সৃষ্টি হয়েছে।
দেশটির মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘ'টনায় হ'তাহ'তের সংখ্যা ৩৪ জন কিন্তু এর পরিমাণ বাড়তে পারে। এ ঘ'টনাটি ঘ'টেছে দেশটির সংঘা'তপূর্ণ এলাকায়ই। কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে অঞ্চলের বিদ্রো'হীদের দ'মন করতে সেনা অ'ভিযা'ন শুরু করেন। ওই প্রদেশের রাজধানী মেকেলের নিকটবর্তী বেনিশাংগুল-গুমুজ এলাকায় এ ঘ'টনা ঘ'টে।
এর মধ্যে কয়েক দিন ধরে চলা সংঘাতে শরণার্থী সং'কট তৈরি হয়েছে এবং সংঘা'ত ক্রমেই বাড়ছে। তবে এই ঘ'টনায় আবি আহমেদের প্রতিপক্ষ টিপিএলএফ যোদ্ধারা জড়িত কি না তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ইথিওপিয়ার তিগ্রে প্রদেশের বিদ্রোহী আঞ্চলিক শক্তি তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ওই অঞ্চলের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ এলাকার গন্দার অঞ্চলের বিমান বন্দরে এ হামলা চালানো হয় বলে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সূত্র: গালফ নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস।