রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ০৬:২৯:৩৩

পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান

পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও ডিজিটাল কনটেন্ট এখন থেকে সেন্সর করা হবে, এমন সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান সরকার। ইমরান খান সরকারের নতুন আইনে সরকারি সংবাদমাধ্যমের নিয়ন্ত্রক সংস্থাগুলোর হাতে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আর ইসলামাবাদের এমন পদক্ষেপেই পাকিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে গুগল, টুইটার এবং অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো মাধ্যমগুলো। 

এমনকি পাকিস্তানে আর পরিষেবা না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সেই তিন সংস্থা। পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত, ইসলামের বিরুদ্ধে কুৎসা ছড়ানো, নিরাপত্তার জন্য হুমকি এমন অনেক বিষয়ের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (এআইসি)। এই সংস্থার সদস্য হলো গুগল, ফেসবুক, টুইটারসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। 

এআইসি বলছে, ইন্টারনেট কোম্পানিগুলোকে যেভাবে পাকিস্তান সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কোম্পানিগুলো। পাকিস্তান সরকারের নতুন নিয়ম সম্পূর্ণ অস্পষ্ট এবং কোম্পানিগুলো ভীষণ উদ্বিগ্ন। পাক সরকারের নতুন আইনের ফলে দেশটির সাধারণ মানুষ বাকস্বাধীনতা হারাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তিবিদরা। এমনকি টুইটার, ফেসবুক এবং গুগল পাকিস্তান থেকে চলে গেলে বিশ্ব থেকে আলাদা হয়ে পড়ার ঝুঁকি রয়েছে দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে