সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ০৮:৪১:৫৮

ইসরাইলকে স্বীকৃতি দিতে চাপ নেই : পাকিস্তান

ইসরাইলকে স্বীকৃতি দিতে চাপ নেই : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি। সোমবার মূলতানে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সম্প্রতি সংযুক্ত আরব-আমিরাত সফরকালে ইসরাইল ইস্যুতে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেছেন বলেও জানান কুরেইশি। 

যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিন ইস্যুর কোনো সমাধান না হচ্ছে, ততক্ষণ ইসলামাবাদ তেল আবিবের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা স্বীকৃতি দেবে না। পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান কি চায় তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ। আমিরাতে কাশ্মীর এবং আফগান সঙ্কট নিয়েও আলোচনা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা গোপনে ইসরাইল সফর করছেন বলে সম্প্রতি খবর ছড়ায় জেরুজালেম পোস্টসহ বেশ কয়েকটি প্রভাবশালী ইসরাইলি গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইসরাইলের সঙ্গে গোপনে সম্পর্ক স্থাপন করছে পাকিস্তান।

এমন খবরের পরই চারদিকে গুঞ্জনের ডালপালা মেলে। বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার তালিকায় পরবর্তী দেশ পাকিস্তানই হতে যাচ্ছে। যদিও এমন খবর ভিত্তিহীন এবং ভুয়া গণমাধ্যমের সৃষ্টি বলে উড়িয়ে দেয় ইসলামাবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে