বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:১৬:২৯

করোনার টিকায় শূকরের জেলাটিন থাকলেও মুসলিমরা এটি গ্রহণ করতে পারবেন: আমিরাতের ইসলামিক বডি

করোনার টিকায় শূকরের জেলাটিন থাকলেও মুসলিমরা এটি গ্রহণ করতে পারবেন: আমিরাতের ইসলামিক বডি

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া পরিষদ ও শীর্ষ ইসলাম সংস্থা জানিয়েছে, শুকর থেকে প্রাপ্ত জেলাটিন যদি করোনা ভাইরাসের টিকা তৈরিতে ব্যবহৃতও হয় তাহলেও মুসলিমরা এই টিকা গ্রহণ করতে পারবেন। এপি

সাধারণত টিকা তৈরিতে শূকরের জেলাটিন ব্যবহৃত হওয়ায় করোনার টিকা গ্রহণ নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিলো। অনেক মুসলমানই শূকর বা এটি থেকে উৎপাদিত যে কোনো পণ্যকে হারাম বলে চিহ্নিত করে টিকা গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আমিরাতের শরীয়া কাউন্সিলের সভাপতি শেখ আবদুল্লাহ বিন আয়েদ বলেন, যদি আর কোনো বিকল্প না থাকে তবে শূকরের জেলাটিন থেকে উৎপাদিত করোনার টিকা গ্রহণে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। মানব শরীরের সুরক্ষায় এই প্রয়োজনীয় টিকা গ্রহণ করা যাবে।

এই সময় শরীয়া পরিষদ আরো জানায়, শূকরের জেলাটিন খাদ্য নয়, ঔষধ হিসেবে বিবেচ্য। ইতোমধ্যেই এই ঔষধ পুরো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক ব্যাধির বিরুদ্ধে কার্যকারীতা দেখিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে