বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৫:৫৭

অবৈধ দোকান সরাতে বলায় পুলিশের মুখেই ফুটন্ত চা ছুঁড়লেন দোকানি!

অবৈধ দোকান সরাতে বলায় পুলিশের মুখেই ফুটন্ত চা ছুঁড়লেন দোকানি!

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটন স্থান হোক কিংবা অফিস–আদালত–হাসপাতাল, ভারতের সমস্ত জায়গাতেই আর কিছু থাকুক বা না থাকুক চায়ের দোকান থাকবেই। কিছু বৈধ তো, কিছু কিছু আবার অবৈধ। আর ওই অবৈধ দোকান সরাতে মাঝেমধ্যেই অভিযান চালান পুলিশ অথবা প্রশাসনের কর্মকর্তারা। সেই কাজ করতে গিয়ে অনেক সময় ঝামেলাও বাঁধে। ঘটে যায় গুরুতর দুর্ঘটনাও।

এমনই একটি ভয়াবহ ঘটনা এবার ঘটলো ভারতের বিহারে। হাসপাতালের সামনে থাকা অবৈধ চায়ের দোকান সরাতে বলেছিলেন এক পুলিশ কর্মকর্তা। আর সেজন্য তার মুখে ফুটন্ত চা ছুঁড়ে মারলেন ওই দোকানেরই এক মহিলা। ঘটনায় গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি বিহারের মুজাফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সামনে ঘটেছে। হাসপাতালের পূর্বদিকের গেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধ চা এবং খাবারের দোকান চলছে। এর ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে রোগী থেকে শুরু করে চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষের এই অভিযোগ পেয়েই সেই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে যান স্থানীয় আউটপোস্ট ইন–চার্জ সুমন ঝা। কিন্তু সরিতা নামে চায়ের দোকানের ওই মহিলাকে দোকান তুলতে বলতেই ঝামেলা শুরু হয়। 

দু'‌পক্ষের তর্কাতর্কির মাঝে আচমকাই ফুটন্ত চা ওই পুলিশ কর্মকর্তার মুখে ছুঁড়ে মারেন সরিতা। ঘটনায় হতবাক হয়ে যান অনেকেই। এরপরই তড়িঘড়ি ওই হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় সুমন ঝাকে। এরপর তার অবস্থার আরও অবনতি হলে ঝা‌কে পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ক্যাম্পাস থেকে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে